corona virus btn
corona virus btn
Loading

ফের ভাইরাল সুমনা ! ফের নতুন ভিডিও শ্যুট করে ভাইরাল অভিনেত্রী

ফের ভাইরাল সুমনা ! ফের নতুন ভিডিও শ্যুট করে ভাইরাল অভিনেত্রী
সুমনা চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

আরও একবার দুর্দান্ত ভিডিও ভাইরাল

  • Share this:

#কলকাতা: ফের একবার শিরোনামে টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷ একের পর এক সুন্দর ভিডিও তিনি শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷ এর আগেও তিনি বেশ কয়েকটি ভিডিও করে ভাইরাল হয়েছেন ৷ প্রত্যেক দিনই কিছু না কিছু অ্যাকটিভি করে ভাইরাল হয়েছেন ৷

এইবারেও জিন্দেগি বরবাদ হো গয়া গানের সঙ্গে জমিয়ে নেচেছেন ৷ সুমনা চক্রবর্তী এই সময়ের টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ ৷ স্বভাবে প্রাণবন্ত ৷ সহজ সরল প্রাণোজ্জ্বল তিনি ৷ সময় পেলেই নাচে গানে মেতে থাকেন ৷ মাতিয়ে রাখেন ৷ এ এক অন্য অনুভূতি, এ এক বিশেষ অবেগও বলা যেতে পারে ৷

কালার্স বাংলার ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷ সেই শ্যুটিং-এর মাঝে মন মাতানো ভিডিও শ্যুট করে সবার সামনে এসেছেন নতুন করে ৷

First published: September 9, 2019, 7:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर