corona virus btn
corona virus btn
Loading

প্রীতি জিন্টার প্রথম ছবি, অলকা ইয়াগনিকের সুপারহিট নব্বইয়ের দশকের গান, অভিনেত্রীর Tiktok ভিডিও

প্রীতি জিন্টার প্রথম ছবি, অলকা ইয়াগনিকের সুপারহিট নব্বইয়ের দশকের গান, অভিনেত্রীর Tiktok ভিডিও

মুহূর্তেই কেঁপেছে সোশ্যাল মিডিয়া

  • Share this:

#কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী নব্বইয়ের দশকের জনপ্রিয় গানে টিকটক ভিডিও শ্যুট করে সবার চর্চায় এসেছেন ৷ এর আগেও তাঁর টিকটক ভিডিও চর্চায় এসেছিল ৷ সোলজার ছবির অত্যন্ত জনপ্রিয় গান সাজন সাজন ৷ এই গানটি কার্যত পছন্দ করেছিলেন সেই সময়ের সমস্ত দর্শকেরা এমনকী কালের সীমানা ছাড়িয়ে আজও বহু মানুষেরাও গানটি ভক্ত ৷

সেলিব্রিটিরাও এই গান নিয়ে নানান ধরনের বিনোদনে মেতেছেন ৷ এমনই এখনকার এক জনপ্রিয় মুখ মৌসুমী সান্যাল এই গানের টিকটক ভিডিও শ্যুট করে সারা ফেলে দিয়েছেন ৷ ক্রমেই সেই ভিডিওর ভিউ বাড়ছে ৷ প্রীতি জিন্টা ও অলকা ইয়াগনিকের কম্বিনেশনের ভিডিও বারেবারে নজর কেড়েছে ৷

আব্বাস মস্তানের অ্যাকশন থ্রিলার সোলজারে প্রধান চরিত্রে অভিনত করেছেন ববি দেওল, প্রীতি জিন্টা, রাখি গুলজার প্রমুখ ৷ মূলত এই ছবিটি প্রীতি জিন্টার প্রথম ছবি ৷ এই ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ তাঁর রূপের ছটায় ভক্তকূল মুগ্ধ হয়েছিলেন গানটি ও ছবিটিতে তাঁকে দেখে ৷ বিদেশের মাটিতে এমন ধরনের গানের শ্যুট সত্যি এক প্রশংসার দাবি রাখে ৷ তাই পুরনো স্মৃতিকে আরও একবার উস্কে দেওয়ার জন্যই দেখে নিন ৷ মোসুমী সান্যালের টিকটক ভিডিও দেখে নিনি একনজরে ৷

Published by: Arjun Neogi
First published: November 18, 2019, 10:56 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर