#মুম্বই: ফের সোশ্যাল মিডিয়া কাঁপালেন শ্রেয়া ঘোষাল ৷ ভারতীয় সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নাম শ্রেয়া ঘোষাল ৷ বাংলা, হিন্দি-সহ একাধিক আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন তিনি ৷ বিবাহ থেকে খাকি, রাধা, চিকনি চামেলি, অগর তুম মিল যাও, আশিক বানায়া আপনে, এক হাসিনা থি, দেবদাস-সহ একাধিক সুপারহিট গানে দশকের পর দশক ধরে দর্শদের মন ভরিয়ে রেখেছেন তিনি ৷
হিন্দির পাশাপাশি বাংলা গানেও তিনি দর্শকদের মন ভরিয়ে রেখেছেন বছরের পর বছর ধরে ৷ তাঁর মন মাতানো প্রজাপতি এমন, ফেরারি মন, যাও পাখি বল, মায়াবন বিহারিনি হরিনি, তোমার নাম কী ইত্যাদি সুপারহিট গানে দশকের পর দশক ধরে দর্শকদের মন মাতিয়ে রেখেছেন ৷
তাঁর একটি অন্যতম দুর্দান্ত গান ম্যায় তেরি নজর কা সুরুর হুঁ, তুমহে ইয়াদ হো না ইয়াদ হো ৷ এক আবেগে পরিপূর্ণ হয়েছে ৷ তেরে দিলমে ম্যায় ভি জরুর হুঁ ৷ এই অনবদ্য গানে তিনি ফের প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব ৷ শুনে নিন সেই গান ৷