#কলকাতা: ফের কুমার শানু ও অলকা ইয়াগনিকের গানে কেঁপে উঠেছে ফেসবুক ৷ এক্কেবারে নব্বইয়ের গোড়ার দিকের ছবি দামিনি অনবদ্য অভিনয়ের জন্য আজও মনে আছে সবার ছবিতে অভিনয় করেছিলেন ঋষি কাপুর, মীণাক্ষী শেষাদ্রি, সানি দেওল, ওমরিশপুরি, আমির খান (অতিথি শিল্পী) প্রমুখ ৷ ছবিটিতে সুর দিয়েছিলেন নাদিম-শ্রাবণ ৷ এই দুরন্ত ছবিটি রীতিমত সুপারহিট হয়েছিল ৷
ছবিটিতে ঋষি কাপুর ও মীণাক্ষী শেষাদ্রির বিয়ের পরবর্তী দৃশ্যটি শ্যুট করা হয়েছিল ৷ অনবদ্য গানে গলা মিয়িছিলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক ৷ এই ছবির আরও দুটি সুপারহিট গান 'যবসে তুমকো দেখা হ্যায় সনম' 'বিন সাজন ঝোলাঝুলু' ৷ দর্শকদের মনের দশ দিক জুড়ে আজও রয়েছে দামিনি ৷ দামিনি দামিনি দামিনি মেরি দামিনি ৷
সেই গানেই একটি পাটাফাটি ভিডিও শ্যুট করে ফেসবুকে ঝড় তুলেছেন এক যুবতী এর আগেই তাঁর শ্যুট করা হিন্দি জনপ্রিয় গানের ভিডিও সাড়া ফেলেছিল এবারও কাঁপাল ফেসবুক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alka Yagnik, Damini, Facebook Video, Kumar Sanu