corona virus btn
corona virus btn
Loading

রূপকথার বিয়ে শেষে কোথায় হনিমুনে যাচ্ছেন বিরুষ্কা?

রূপকথার বিয়ে শেষে কোথায় হনিমুনে যাচ্ছেন বিরুষ্কা?
ছবি ট্যুইটার সৌজন্যে

রূপকথার বিয়ে শেষে কোথায় হনিমুনে যাচ্ছেন বিরুষ্কা?

  • Share this:

#মুম্বই: সব জল্পনা শেষ ৷ সব গুঞ্জনে ইতি ৷ শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ৷ ইতালির তাসকানিতে বিলাসবহুল দূর্গে ছিমছাম অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন বিরাট ও অনুষ্কা ৷

বিয়ে সেরে জোড়া প্রোফাইলে একই টুইটে শপথ। আংটি বদলে চুমু, মালাবদলে খুনশুটি। শুভেচ্ছার সুনামিতে অমিতাভ থেকে সচিন-সৌরভ। ২১-এ দিল্লিতে, ২৬-এ মুম্বইয়ে রিসেপশনে থাকবে টিম ইন্ডিয়া। বিরুষ্কার এক্সক্লুসিভে মাত ভারতীয় মিডিয়া। কিন্তু ভারতীয় মিডিয়ায় সবচেয়ে প্রিয় লাভ বার্ডস হনিমুনে যাচ্ছেন কোথায়?

Twitter Twitter

বিয়ের মত হনিমুন ডেস্টিনেশনও কি রহস্যে মোড়া? বোধহয় না, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি ও বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা অনুষ্কার শেডিউলই বোধহয় সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও দিচ্ছে ৷

Twitter Twitter

আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে ২১ ডিসেম্বর নয়াদিল্লিতে ও ক্রিকেট-গ্ল্যামার ওয়ার্ল্ডের সেলেব্রিটিদের সঙ্গে ২৬ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন অনুষ্ঠান ৷ তারপরের দিনই ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবেন সদ্যবিবাহিত বিরাট ৷ সঙ্গে থাকবেন জীবনসঙ্গিনী অনুষ্কাও ৷ নতুন বছরের শুরুটা একসঙ্গে কাটিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই বিরাটকে ছেড়ে অনুষ্কা ফিরবেন মুম্বইয়ে ৷ তাঁর অপেক্ষায় রয়েছে বলিউড ৷

আরও পড়ুন

ট্যুইটারে একই বার্তা, বিয়ে করলেন বিরুস্কা..দেখুন ছবি

তাই আপাতত ইতালিতেই নবদম্পতির একান্ত মুহূর্তযাপনের সুযোগ ৷ সম্ভবত ইতালিতেই হতে চলেছে বিরুষ্কার মধুচন্দ্রিমা ৷ নাহলে কে বলতে পারে বিরুষ্কার ফ্যানেদের জন্য অপেক্ষা করে রয়েছে কোনও নয়া চমক ৷

First published: December 12, 2017, 11:49 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर