#মুম্বই: রাণু মণ্ডলের পরে হিমেশের পরবর্তী মিশন কুমার শানুর মেয়ে ৷ রানাগাটের রাণু মণ্ডল আজ বেশ পরিচিতা রানাঘাট স্টেশনেলতা মঙ্গেশকরের এক প্যায়কা নগমা হ্যায় মওজকী রওয়ানি হ্যায় ৷ গানটি গেয়ে শোরগোল ফেলেদিলেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ সেই রাণুকে নিয়েই তেরি মেরি তেরি গানে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ কোটি কোটি ভিউ হয়েছিল গানটি ৷
এইবার তিনি কুমার শানুকে মেয়ে শ্যাননকে নিয়েই টিকটক গানের মাধ্যমে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ৷ প্যাপি হারডি অ্যান্ড হীরের ছবির গানের কিছুটা অংশ শেয়ার করে দর্শকদের অনুরোধ করেছেন শেয়ার করতে ৷ হ্যাপি হারডি অ্যান্ড হীর ও আশিকি মে তেরি ছবির ট্রেলার ৩ জানুয়ারি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ৷ অবশ্য এমনটাই হিমেশের ইনস্টাগ্রাম সূত্রে জানতে পারা গিয়েছে ৷
তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন তেরি মেরি তেরি মেরি গানটিকে সফল করার জন্য ৷ একই সঙ্গে আগামী দিনে তাঁদের সঙ্গে থাকার জন্য ৷ তবে হিমেশ রেশমিয়া ভারতীয় চলচ্চিত্রে এক অন্য রকমের গায়কির জন্য বিশেষ ভাবে পরিচিত ৷ তাঁর অকসর, আশিক বনায়া আপনে, আপকা সুরুর ইত্যাদি সুপারহিট গানে কাঁপিয়েছেন বলিউড ৷ কুমার শানু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বলিউডে যাত্রা শুরু করার পরে একের পর এক সাফল্য তাঁকে স্পর্শ করেছে ৷ কুমার শানু, নাদিম-শ্রাবণ ও সমীরের কম্বিনেশনে একের পর সুপারহিট গান গেয়েছেন তিনি ৷ কুমার শানুর ছেলে জানকেও গন গাইতে এর আগে দেখা গিয়েছে ৷ তাই বলাই যেতে পারে নতুন শিল্পী পেতে চলেছে বলিউড ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Happy Hardy and Heer, Himesh Reshmaniya, Kumar Sanu, Shannon