মুম্বই: রাজনীতি ও অভিনয় জগতের মেলবন্ধন৷ শুরু হয়েছে নয়া পথচলা৷ গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া৷ এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন তা এখন সকলের মুখে মুখে৷ দিল্লির কাপুরথালা হাউসে পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷ নিজের জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন কাটিয়ে অবশেষে মুম্বইতে ফিরেছেন নায়িকা৷
বৃহস্পতিবার একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়াকে৷ সাদা প্রিন্টেড পোশাক, তার উপর ডেনিমের জ্যাকেট পরেছিলেন পরিণীতি ৷ চোখে সানগ্লাস, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রীকে হাত নাড়তেও দেখা যায়৷ শুধু তাই নয়, কিছুক্ষণের জন্য থেমে হাসিমুখে পোজও দেন নায়িকা৷ পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিও নেটদুনিয়ার হটকেক৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
View this post on Instagram
আরও পড়ুন-‘আমি শুধু একজন পর্নস্টার’! হঠাৎ কেন একথা বললেন সানি লিওন, শুনলে আঁতকে উঠবেন
আরও পড়ুন-কার মাথায় উঠল ‘সেরার সেরা’-র মুকুট, ‘বেঙ্গল টপার’ -এর খেতাব জিতল কে? রইল সেরা দশের তালিকা
বাগদানের পর পরিণীতিকে দেখেই উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা৷ তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন-মিসেস চাড্ডা৷ কেউ আবার লিখেছেন,চমৎকার লাগছে৷ একজন আবার সুন্দর বলেও মন্তব্য করেছেন৷ পরিণীতি থেকে মিসেস চাড্ডা শুনে সকলেই হতবাক৷ বাগদান সেরেই কি তবে মিসেস চাড্ডা হয়ে গেলেন পরিণীতি৷ জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়৷ পরিণীতি ও দেশের তরুণ রাজনীতিবিদ রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
রাঘবের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, আমি যা কিছু চেয়েছি, আমি হ্যাঁ বলেছি৷ সঙ্গে জুড়ে দিয়েছেন আংটির ইমোজি৷ ঝড়ের গতিতে এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ এবার বিয়ের পালা৷ কবে ছাদনাতলায় যাবেন রাঘব ও পরিণীতি,আপাতত তার অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।