হোম /খবর /বিনোদন /
বিয়ের আগেই কি 'মিসেস চাড্ডা',বাগদান হতেই নামবদল পরিণীতির? শুনে কী বললেন নায়িকা

Parineeti Chopra: বিয়ের আগেই কি 'মিসেস চাড্ডা', বাগদান হতেই নামবদল পরিণীতির? শুনে কী বললেন নায়িকা...

বিয়ের আগেই কি 'মিসেস চাড্ডা',বাগদান হতেই নামবদল পরিণীতির? শুনে কী বললেন নায়িকা...

বিয়ের আগেই কি 'মিসেস চাড্ডা',বাগদান হতেই নামবদল পরিণীতির? শুনে কী বললেন নায়িকা...

Parineeti Chopra: দিল্লির কাপুরথালা হাউসে পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করে অবশেষে মুম্বইতে ফিরেছেন নায়িকা পরিণীতি চোপড়া৷ বাগদানের পর পরিণীতিকে দেখেই উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা৷

  • Share this:

মুম্বই: রাজনীতি ও অভিনয় জগতের মেলবন্ধন৷ শুরু হয়েছে নয়া পথচলা৷ গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া৷ এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন তা এখন সকলের মুখে মুখে৷ দিল্লির কাপুরথালা হাউসে পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷ নিজের জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন কাটিয়ে অবশেষে মুম্বইতে ফিরেছেন নায়িকা৷

বৃহস্পতিবার একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়াকে৷ সাদা প্রিন্টেড পোশাক, তার উপর ডেনিমের জ্যাকেট পরেছিলেন পরিণীতি ৷ চোখে সানগ্লাস, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রীকে হাত নাড়তেও দেখা যায়৷ শুধু তাই নয়, কিছুক্ষণের জন্য থেমে হাসিমুখে পোজও দেন নায়িকা৷ পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিও নেটদুনিয়ার হটকেক৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

আরও পড়ুন-‘আমি শুধু একজন পর্নস্টার’! হঠাৎ কেন একথা বললেন সানি লিওন, শুনলে আঁতকে উঠবেন

আরও পড়ুন-কার মাথায় উঠল ‘সেরার সেরা’-র মুকুট, ‘বেঙ্গল টপার’ -এর খেতাব জিতল কে? রইল সেরা দশের তালিকা

বাগদানের পর পরিণীতিকে দেখেই উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা৷ তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন-মিসেস চাড্ডা৷ কেউ আবার লিখেছেন,চমৎকার লাগছে৷ একজন আবার সুন্দর বলেও মন্তব্য করেছেন৷ পরিণীতি থেকে মিসেস চাড্ডা শুনে সকলেই হতবাক৷ বাগদান সেরেই কি তবে মিসেস চাড্ডা হয়ে গেলেন পরিণীতি৷ জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়৷ পরিণীতি ও দেশের তরুণ রাজনীতিবিদ রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷

রাঘবের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, আমি যা কিছু চেয়েছি, আমি হ্যাঁ বলেছি৷ সঙ্গে জুড়ে দিয়েছেন আংটির ইমোজি৷ ঝড়ের গতিতে এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ এবার বিয়ের পালা৷ কবে ছাদনাতলায় যাবেন রাঘব ও পরিণীতি,আপাতত তার অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷

Published by:Riya Das
First published:

Tags: Bollywood Actress, Parineeti Chopra, Viral Photos