Home /News /entertainment /

অনির্বাণের পর কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? অভিনেতার ট্যুইটে জোর জল্পনা

অনির্বাণের পর কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? অভিনেতার ট্যুইটে জোর জল্পনা

বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চলেছেন অঙ্কুশ ৷ এমনটাই এখন জোর গুঞ্জন টলিপাড়ায় ৷

 • Share this:

  #কলকাতা: দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে সদ্য বিয়েটা সেরে ফেলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ৷ এবার খুব তাড়াতাড়ি বাংলার আরও এক অভিনেতা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ৷ হ্যাঁ, অনুমানটা ঠিকই করেছেন- অঙ্কুশ হাজরা ৷ বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চলেছেন অঙ্কুশ ৷ এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায় ৷ তবে সেই গুঞ্জন নিজেই ছড়িয়েছেন অভিনেতা ৷ ট্যুইটারে অনির্বাণ-মধুরিমাকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিনেতা অঙ্কুশ লিখেছেন, ''শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।''

  অঙ্কুশের ট্যুইট অঙ্কুশের ট্যুইট

  অঙ্কুশ ট্যুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেহাতই মজা করে নিজের বিয়ের কথা বলেছেন, নাকি তিনি সত্যিই নতুন বছরে ঐন্দ্রিলার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, সে উত্তর অবশ্য অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়া আর কেউই জানেন না ৷ তবে ট্যুইটে যেভাবে নিজের বিয়ের কথা সরাসরি লিখেছেন অঙ্কুশ ৷ তাতে নতুন বছরের শুরুতেই অভিনেতার বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা এখন উজ্জ্বল ৷ প্রসঙ্গত, খুব শীঘ্রই 'ম্যাজিক' ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Ankush Hazra, Oindrila Sen

  পরবর্তী খবর