• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’

পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’

এটা যে হবে তা নিয়ে কোনওরকম সন্দেহ ছিল না গোটা বলিউডের ৷ তবুও ক্ষীণ আশা ছিল, হয়তো করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল

এটা যে হবে তা নিয়ে কোনওরকম সন্দেহ ছিল না গোটা বলিউডের ৷ তবুও ক্ষীণ আশা ছিল, হয়তো করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল

এটা যে হবে তা নিয়ে কোনওরকম সন্দেহ ছিল না গোটা বলিউডের ৷ তবুও ক্ষীণ আশা ছিল, হয়তো করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এটা যে হবে তা নিয়ে কোনওরকম সন্দেহ ছিল না গোটা বলিউডের ৷ তবুও ক্ষীণ আশা ছিল, হয়তো করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি নিয়ে নিজের দেশে বিতর্কের ঝড় থেমে যাওয়ার পরে পাকিস্তানও নেমে আসবেন মুশকিল আসানে৷ তবে ঘটল না এমন কিছু ৷ পাকিস্তানি ডিস্ট্রিবিউটার সোজাসাপটা জানিয়ে দিল কিছুতেই পাকিস্তানি পর্দায় দেখানো হবে না অ্যায় দিল হ্যায় মুশকিল !

  তবে অ্যায় দিল হ্যায় মুশকিলের সঙ্গে মুশকিলে পড়েছে অজয় দেবগণের ছবি ‘শিবায়ে’ও ৷ পাকিস্তানের ডিস্ট্রিবিউটারদের কথায়, দিওয়ালিতে মুক্তি পাওয়া দুটি বলিউড ছবিই পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ৷ ডিস্ট্রিবিউটারদের কথায়, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জন্যই এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

  করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর, ঐশ্বর্য ও অনুষ্কা শর্মার পাশাপাশি দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে ৷ উরি হামলার পর এই ছবি নিয়ে গোটা দেশে বিক্ষোভ শুরু হয়েছিল ফাওয়াদ খানকে নিয়েই ৷

  মুচলেকায় অবশেষে মুশকিল আসান ৷ অ্যায় দিল হ্যায় মুশকিল-এর উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা অর্থাৎ (MNS),তা তুলে নেওয়া হল ৷ অতএব কোনওরকম বাধা ছাড়াই দিওয়ালিতে মু্ক্তি পাচ্ছে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷

  আপোসের রাস্তায় গেলেন করণ জোহর। অ্যায় দিল ইয়া মুশকিল নিয়ে রীতিমতো মাথা নত করলেন পরিচালক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন করণ জোহর ও প্রযোজক গিল্ডের প্রেসিডেন্ট মুকেশ ভাট। আলোচনার পর শেষ পর্যন্ত মুচলেখা দিয়েই ছবির ছাড়পত্র পেলেন পরিচালক ৷

  ‘ভবিষ্যতে আর কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করব না’, শনিবার এই মর্মে করণ জোহর সহ অন্যান্য প্রযোজকরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে মুচলেকা জমা দেন ৷ এরপরই সম্পূর্ণ আশঙ্কামু্ক্ত হয় রণবীর, অনুষ্কা, ঐশ্বর্য ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল-এর রিলিজ ৷

  বৃহস্পতিবার ছবি নিয়ে বিতর্কে ইতি টানতে ও ছবির নিশ্চিন্ত মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন বলিউড প্রযোজক গিল্ডের সভাপতি মুকেশ ভাট ৷ মুকেশের সঙ্গে ছিলেন ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে অপূর্ব মেহতা ৷ বৈঠকের পরে মুকেশ সংবাদ মাধ্যমকে জানান, ‘স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পুরো বিষয়টি শুনেছেন ৷ আর ছবিটি নিশ্চিন্তেই, কোনও অঘটন ছাড়াই মুক্তি পাবে বলে আশ্বাসও দিয়েছেন আমাদের ৷’

  তারপরেও সম্পূর্ণ বাধামুক্ত হয়নি ছবির মুক্তি ৷ এদিন বলিউড প্রযোজক গিল্ডের সভাপতি মুকেশ ভাট মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও এমএনএস-এর সভাপতি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন ৷ বৈঠক শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সবার আগে আমরা ভারতীয় ৷ ব্যবসার থেকে আমাদের দেশের প্রতি ভক্তি ও ভালোবাসার স্থান অনেক আগে ৷ সারা দেশের আবেগ ও অনুভূতির কথা মাথায় রেখে গিল্ড একটি সিদ্ধান্ত নিয়েছে, যে ভবিষ্যতে কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে আমরা কাজ করব না ৷’

  এই মুচলেকার পরই নরম হয় শিবসেনা ৷ একইসঙ্গে যে সব প্রযোজকরা ইতিমধ্যে পাকিস্তানি শিল্পীদের সই করিয়ে ফেলেছেন তাদের আর্মি ওয়েলফেয়ার ফাণ্ডে পাঁচ কোটি টাকা গুণাগার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে পাকিস্তান অভিনেতা ফাওয়াদ খান অভিনয় করায়, নানাভাবে বিতর্কে পড়েছেন করণ জোহর ৷ উরি হামলার সমালোচনা করে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা যখন বলিউডের পাকিস্তানি অভিনেতাদের দেশ ছাড়ার হুমকি দিয়েছিলেন, তখনই করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিকেও দাঁড় করানো হয়েছিল কাঠগড়ায় ৷ পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খানের উপস্থিতির জন্য ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ শিবসেনার রোষে পড়ে ৷ কিন্তু এদিন বৈঠক শেষের পর ভাট জানান, ‘আমাদের গোটা দেশে ছড়িয়ে পড়ুক দিওয়ালির খুশি ৷ ২৮ তারিখ কোনও বাধা ছাড়াউ মুক্তি পাচ্ছে অ্যায় দিল হ্যায় মুশকিল ৷ ’

  First published: