• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ঐশ্বর্য-রণবীরের ‘লিপ লক’, নতুন গান মুক্তি পাবে দু’দিন পর

ঐশ্বর্য-রণবীরের ‘লিপ লক’, নতুন গান মুক্তি পাবে দু’দিন পর

অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রথম গান মুক্তি পেতেই বলিউডে শোরগোল৷ ইউটিউবে লাইকের সংখ্যা লক্ষাধিক ৷ আর এই ছবি নিয়ে কৌতুহলও তুঙ্গে ৷

অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রথম গান মুক্তি পেতেই বলিউডে শোরগোল৷ ইউটিউবে লাইকের সংখ্যা লক্ষাধিক ৷ আর এই ছবি নিয়ে কৌতুহলও তুঙ্গে ৷

অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রথম গান মুক্তি পেতেই বলিউডে শোরগোল৷ ইউটিউবে লাইকের সংখ্যা লক্ষাধিক ৷ আর এই ছবি নিয়ে কৌতুহলও তুঙ্গে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রথম গান মুক্তি পেতেই বলিউডে শোরগোল৷ ইউটিউবে লাইকের সংখ্যা লক্ষাধিক ৷ আর এই ছবি নিয়ে কৌতুহলও তুঙ্গে ৷

  এই ছবির একটি দৃশ্য নিয়েই বিতর্ক শুরু হয়েছিল ৷ এই ছবিতে ,নাকি ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীরের কাপুরের মধ্যে বেশ ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে ৷ তবে খবরে এসেছে, ঐশ্বর্য রাই বচ্চনের কথাতেই নাকি দৃশ্য গুলিকে ছবি থেকে বাদ দিতে সম্মত হয়েছিলেন করণ জোহর ৷

  দু’দিন পরেই প্রকাশ্যে আসবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির নতুন গান ‘বুলেইয়া’ ৷ এই গানটিতেই নাকি একটি ঠোঁটঠাসা চুমুর দৃশ্য ছিল রণবীর ও ঐশ্বর্য-র মধ্যে ৷ গুঞ্জনে এসেছিল এই চুম্বন দৃশ্য নিয়ে নাকি বচ্চন পরিবারে বিতর্ক শুরু হয়েছিল ৷ তবে ঐশ্বর্য রাই বচ্চনই বিতর্ক থামাতে এই দৃশ্যটি অন্যরকম ভাবে শ্যুট করে৷

  পরিচালক করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ কখনও টিজার তো, কখনও গান ৷ কখনও আবার স্টারকাস্ট, ছবির গল্প নিয়ে নানা জল্পনা, নানা কল্পনা৷

  সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে করণ জোহর এই জল্পনা-কল্পনাতে দিলেন ইতি ৷ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রয়েছেন শাহরুখ খানও ৷ টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, করণ জোহর জানিয়েছেন, ‘শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের ৷ ওর সঙ্গে কাজ করাটা আমার শুধু সিনেমার কাজ নয় ৷ একটা অভিজ্ঞতা ৷ আর সেই অভিজ্ঞতাই আবার হল আমার নতুন ছবির শ্যুটিং ফ্লোরে ৷ সাত বছর পর আবার শাহরুখকে ডিরেক্ট করলাম ৷ কিছু পাল্টায়নি ৷’ করণ জোহর জানিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখের রোলটা কেমিও হলেন খুবই গুরুত্বপূর্ণ ৷ শাহরুখের চরিত্র নাকি ছবির গল্পের ট্যুইস্ট !

  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই গোটা বলিউডে রটে গিয়েছিল এই ছবি থেকে নাকি শুধু রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা, ফাওয়াদ খান নয়, রয়েছেন নাকি শাহরুখ খানও ৷

  First published: