#কলকাতা: বাংলা সিরিয়াল জগতের জনপ্রিয় একটি ধারাবাহিক হল 'মিঠাই' (mithai) । সন্ধে আটটা মানেই বাড়ির মা-মাসিরা টিভির সামনে ভিড় জমাবেই। সিদ্ধার্থ মোদক ও মিঠাইয়ের নানা কাণ্ড দেখতে। ছটফটে মিঠাই, স্বভাবে যেমন মিষ্টি , গুণেও তেমন। তাঁকে টেক্কা দেওয়ার মতো আছে কে? তবে সিরিয়ালে আপাতত মিঠাইকেই(mithai) বউ হিসেবে মেনে নিয়েছে সিড। ওদিকে সিডের বন্ধু তোর্সা এই বাড়িতেই বউ হয়ে এসেছে। সোমের বউ সে। মানে এখন টান টান উত্তেজনা মিঠাই-এ।
তবে শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও কিন্তু এই মোদক পরিবার অনেকটা সময় এক সঙ্গে কাটান। পার্টি করেন। এক সঙ্গে রিল ভিডিও আরও কত কি !
View this post on Instagram
মিঠাই(mithai) ধারাবাহিকে সিডের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। সম্প্রতি জানা গিয়েছে আদৃতের হাতে বেশ কতগুলি বড় কাজও রয়েছে। তবে 'মিঠাই' ধারাবাহিক থেকেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। আদৃত খুব ভালো গান করেন। তাঁর একটি গানের দলও আছে।
আরও পড়ুন: রানির বাবা-মাকে ঘরে বন্দি করে রেখেছিলেন শ্বশুর যশ চোপরা ! কারণ জানলে অবাক হবেন
এবার সেই আদৃতকেই দেখা গেল একেবারে খোস মেজাজে। ছাদে চলছে পার্টি। সেখানে গিটার বাজিয়ে গান গাইছেন আদৃত ওরফে সিড। 'ল্যায়লা ও মেরি ল্যায়লা' গানটি গাইছেন তিনি। মাইক ধরে আছেন দাদাই। সামনেই রয়েছে গোটা মোদক পরিবার। তোর্সা, সোম, মিঠাই সকলেই নাচে ব্যস্ত। নেচে উঠলেন সিডের ঠাম্মিও।
আরও পড়ুন: অনুপম রায় ও পিয়ার বিবাহ-বিচ্ছেদ!
সম্প্রতি এই ভিডিওটি (viral video) শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খোলা ছাদে পার্টি করছেন নিজেরা নিজের মতো করে। না এখানে সিরিয়ালের মতো কোনও টানা পোড়েন নেই। সকলেই বিন্দাস মুডে রয়েছেন। দাদাই অর্থাৎ বিশ্বজিৎ চক্রবর্তী যে টি-শার্টটি পরেছেন, তাতে লেখা 'বয়স বাড়ছে চয়েস কমছে।" যদিও সিরিয়ালে সব সময় তাঁকে ধুতি-পাঞ্জাবি পরেই দেখা যায়। ওদিকে ঠাম্মিও পরেছেন ওয়েস্টার্ন পোশাক। ভিডিওতে চেনা মুশকিল সকলকে। তোর্সা ও মিঠাইয়ের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব রয়েছে। এই ভিডিওতেও তাঁদের বন্ধুত্ব স্পষ্ট। আপাতত বহু মানুষ দেখেছেন এই ভিডিওটি। অনেকেই প্রশংসা করেছেন গোটা মোদক পরিবারের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mithai, Tollywood, Viral Video