corona virus btn
corona virus btn
Loading

তুমি সাহসী ! কঙ্গনা রানাওয়াতকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন

তুমি সাহসী ! কঙ্গনা রানাওয়াতকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন

সুশান্তের মৃত্যু নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত

  • Share this:

#মুম্বই: সুশান্তের মৃত্যু নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ সুশান্তের মৃত্যুকে টেনে বরাবরই বলিউডের নেপোটিজম বিতর্ককে সামনে এনেছেন বলিউডের ক্যুইন ৷ একের পর এক সমালোচনা করেছেন বলিউডের বিগ স্টারদের ৷ প্রথমে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে আর এবার ন্যাশনাল টিভি চ্যানেলে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত ৷ রাতারাতিই ঝড় উঠল গোটা বলিউডে ৷

সুশান্তের ঘটনায় কঙ্গনার এই পদক্ষেপ নেওয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক ও শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমন৷ ট্যুইটে কঙ্গনাকে ‘সাহসী’ বলেও প্রশংসা করেছেন তিনি ৷ ট্যুইটে অধ্যায়ন লিখলেন, ‘সাহসী ! এবার সময় এসেছে সব বদলে যাওয়ার ৷ আমি জানি শেখর যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তা বেকার যাবে না ৷ সত্য সামনে আসবেই !’
Published by: Akash Misra
First published: July 20, 2020, 7:30 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर