• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • 'এটা আমাদের সকলের জিৎ', সুশান্ত মামলার রায়ে প্রতিক্রিয়া সায়নী ঘোষের

'এটা আমাদের সকলের জিৎ', সুশান্ত মামলার রায়ে প্রতিক্রিয়া সায়নী ঘোষের

গত দুমাস ধরে সুশান্ত সিং মৃত্যু রহস্য নিয়ে তোলপার হয়ে গিয়েছে গোটা দেশ।

গত দুমাস ধরে সুশান্ত সিং মৃত্যু রহস্য নিয়ে তোলপার হয়ে গিয়েছে গোটা দেশ।

গত দুমাস ধরে সুশান্ত সিং মৃত্যু রহস্য নিয়ে তোলপার হয়ে গিয়েছে গোটা দেশ।

  • Share this:

#কলকাতা: গত দুমাস ধরে সুশান্ত সিং মৃত্যু রহস্য নিয়ে তোলপার হয়ে গিয়েছে গোটা দেশ। সরব হয়েছেন বিদেশে থাকা মানুষজনও। 'জাস্টিস ফর সুশান্ত' ক্যাম্পেইন দিনে দিনে আকারে বড় হয়ে উঠেছিল। আজ সেই প্রার্থনার উত্তরে শীর্ষ আদালত তার রায়ে পরিষ্কার জানিয়ে দিলো যে সুশান্ত সিং মৃত্যু রহস্য তে CBI তাঁদের মতন করে তদন্ত চালিয়ে যেতে পারবে।এই খবর আসা মাত্রই যেন জয়ের হাঁসি হেঁসেছেন সকলে। তবে এই ঘটনা ঘটার পর থেকেই বলিউড ও যেন দুই ভাগে বিভক্ত। থেকে থেকে নেপোটিজমের বিরুদ্ধে গর্জে উঠেছে কঙ্গনা।করণ জোহারকে বার বার এক হাত নিয়েছেন তিনি।মহেশ ভাটের প্রতি ঘৃনার রেশ এসে পড়েছে তার নতুন ছবি 'সড়ক ২' এর ট্রেলারেও। ডিসলাইকের বন্যায় যেন ভেসে গেছে গোটা ভাট পরিবার।

এই সবের মধ্যেও অনেকেই মনে করেছেন চুপ করে থাকা এবং কোনও মন্তব্য না করাটাই শ্রেয়। তবে প্রথম থেকেই  পরিষ্কার চাচাছোলা ভাষায় এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সায়নী ঘোষ।এই দিন শীর্ষ আদালতের রায়ের পরে যার পরোনাই বেশ খুশি সায়নী।তিনি জানান "এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকার  প্রথম থেকেই বিষয়টা নিয়ে ধোঁয়াশা তৈরী করেছিল।মাঝে অনেকটা সময়ই চলে গেল। সে ক্ষেত্রে অনেক প্রমাণ লোপাটের সম্ভাবনা থেকেই যায়। তবে একটা কথা কাছে, দেড় আয়ে দুরুস্ত আয়ে।আজ সেই দিন যে আমাদের সকলের প্রার্থনার সঠিক উত্তর পাওয়া গেছে।এটা জনতার জিৎ বলেই মনে করি আমি। চাইব সত্য খুব তারাতারি সামনে আসুক।"

Published by:Akash Misra
First published: