#কলকাতা: করোনা সংক্রমণে নাজেহাল সারা বিশ্ব, বিশ্বের বেশিরভাগ দেশই বর্তমানে লকডাউনের আওতায় রয়েছে ৷ ভারতেও সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে ৷ এখনও ওষুধ বা প্রতিষেধক কিছুই বেরোয়নি ৷ প্রোটিন, ভিটামিন ও শর্করা জাতীয় খাদ্য খেয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ালে এড়ানো যেতে পারে করোনার ছোবল ৷ প্রশাসনের সর্বস্তর থেকে বারেবারে বাড়িতে থাকার জন্য আবেদন জানা হচ্ছে বারেবারে ৷
View this post on Instagram
সুস্থ থাকতে ঘরে থাকতে হবে সবাইকে ঘরে আছেন আম আদমি থেকে সেলিব্রিটিরা ৷ নিজের মত করে সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন ছবি বা শেয়ার করছেন বিশেষ অভিজ্ঞতা ৷ অভিনেত্রী সন্দীপ্তা সেন ইনস্টাগ্রামে তাঁর ক্লাস সাইনের একটি ছবি আপলোড করে স্মৃতির সরণিতে ফিরে গিয়েছেন ৷ ছবিটিতে দেখতে পাওয়া গিয়েছে পরণে স্কুলের পোশাক রয়েছে ৷
বাংলা টেলিভিশনে দুর্দান্ত ধারাবাহিক দুর্গা দিয়েই তিনি পা রেখেছিলেন ৷ এরপরে তুমি আসবে বলেই, টাপুর টুপুর, প্রতিদান ও আয় খুকু আয়ের মত ধারাবাহিকে সবারই নজর কেড়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sandipta sen, Tollywood