Home /News /entertainment /
আলবিদা দুনিয়া ! হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

আলবিদা দুনিয়া ! হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

শোকের ছায়া নেমেছে ভারতীয় চলচ্চিত্রে

 • Share this:

  #মুম্বই: উত্তরাখণ্ডের সঙ্গীত ও ছায়ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রীণা রাওয়াত, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত হয়েছেন ৷ মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ পুষ্পা ছোরি গানেই নিজেই অভিনয় করে সবার নজরে রেখেছেন ৷ উত্তরাখণ্ডের চলচ্চিত্র জগৎ ও সঙ্গীত জগতে শোকের ছায়া নেমেছে ৷ জানা গিয়েছে দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন ৷ রীণা পুষ্পাছোরি গান ছাড়া, ভাগ্যয়্যান বেটি, মায়াজাল, ফায়াঙ্গি ইত্যাদি সুপারহিট গানে অভিনয় করেছেন ৷

  রাণা রাওয়াত উত্তরাখণ্ডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন ৷ যাংদের মধ্যে গুরুত্বপূ্রণ পত্র গুনসাঁই, জয়পাল নেগি, গীতা ওনিয়াল-সহ বেস কয়েকজন কিংবদন্তির নাম রয়েছে ৷ এই জনপ্রিয় অভিনেত্রী অল্প সময়েই তিনি সবার মন জয় করতে সক্ষম হয়েছিলেন ৷ রীণার সঙ্গে বেশ কিছু ভিডিও অ্যালবামে কাজকরেছেন পত্রু সুন্সাই ৷ ফেসবুকে তিনি লিখেছেন ৷

  মাত্র ১০ দিনে আগেই তাঁরা দেখা করেছিলেন ৷ প্রিয় নায়িকার প্রয়াণে স্মৃতির সরণিতে সহ অভিনেতা ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Indian Film, Reena Rawat, Uttarakhand

  পরবর্তী খবর