#মুম্বই: বাবা আর নেই৷ সেটা যেন ভাবতেই পারছেন না তিনি৷ বাবা তাঁর জীবনের আদর্শ৷ সেই বাবার মৃত্যুতে তিনি ভেগে পড়েছেন৷ মেনে নিতে পারছেন না এই শোক৷ সোশ্যাল মিডিয়ায় সেই আবেগের প্রকাশ পেল৷ বাবার জন্য মন কেমন করা পোস্ট লিখলেন অভিনেত্রী নবীনা বোলে৷ যা পড়ে চোখে জল এল সকলের৷
নবীনা লিখছেন, মনের মধ্যে যে কী উথাল পাতাল হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না৷ শুধু প্রার্থনা করছি, যেন তুমি আরও খুশি থাকো, শান্তিতে থাকো৷ যেখানে গিয়েছ সেখানে কোনও ভয় নেই, যন্ত্রণা নেই৷ আমি জানি তুমি সবসময় হাসিমুখে থাকবে আর আমাদের ওপর নজর রাখবে৷ কষ্ট হচ্ছে যে, তোমার সঙ্গে বেশি সময় কাটাতে পারিনি৷ যেমন তুমি চাইতে তেমন ভাবে ভালবাসা বা নজরও হয়তো রাখতে পারিনি৷ কিন্তু জেনো, যেখানেই তুমি আছো, আমি তোমায় মিস করব৷ কিম্মু তার দাদুকে কখনও ভুলতে পারবে না৷ অনেক ভালবাসা পাপা৷
ইন্ড্রাস্ট্রিতে নবীনার বন্ধুরাও সকলে নিজেদের প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করেছেন৷ মে মাসেই নবীনার বাবার জন্মদিন ছিল৷ সে সময়ও বাবাকে নিয়ে চমৎকার একটি পোস্ট করেন অভিনেত্রী৷ সেই সময় তিনি জানান যে, তিনি বাবাকে কতটা ভালবাসেন৷
আরও পড়ুন এবার কঙ্গনার উপরে খেপলেন বহু তারকাই! মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনার উত্তর এল...
বহু সিরিয়ালে নিয়মিত দেখা যায় নবীনাকে৷ তবে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ‘তারক মেহতা কা উল্টা চশমা’৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress