হোম /খবর /বিনোদন /
সদ্য প্রয়াত বাবার জন্য মন কেমন করা পোস্ট লিখলেন অভিনেত্রী, পড়ুন...

সদ্য প্রয়াত বাবার জন্য মন কেমন করা পোস্ট লিখলেন অভিনেত্রী, পড়ুন...

Navina Bole

Navina Bole

ইশকবাজের অভিনেত্রী নবীনা বোলের বাবা সদ্য মারা গিয়েছেন৷ বাবাই ছিলেন তাঁর সব কিছু৷ তাই বাবার জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ উজার করলেন অভিনেত্রী৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বাবা আর নেই৷ সেটা যেন ভাবতেই পারছেন না তিনি৷ বাবা তাঁর জীবনের আদর্শ৷ সেই বাবার মৃত্যুতে তিনি ভেগে পড়েছেন৷ মেনে নিতে পারছেন না এই শোক৷ সোশ্যাল মিডিয়ায় সেই আবেগের প্রকাশ পেল৷ বাবার জন্য মন কেমন করা পোস্ট লিখলেন অভিনেত্রী নবীনা বোলে৷ যা পড়ে চোখে জল এল সকলের৷

নবীনা লিখছেন, মনের মধ্যে যে কী উথাল পাতাল হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না৷ শুধু প্রার্থনা করছি, যেন তুমি আরও খুশি থাকো, শান্তিতে থাকো৷ যেখানে গিয়েছ সেখানে কোনও ভয় নেই, যন্ত্রণা নেই৷ আমি জানি তুমি সবসময় হাসিমুখে থাকবে আর আমাদের ওপর নজর রাখবে৷ কষ্ট হচ্ছে যে, তোমার সঙ্গে বেশি সময় কাটাতে পারিনি৷ যেমন তুমি চাইতে তেমন ভাবে ভালবাসা বা নজরও হয়তো রাখতে পারিনি৷ কিন্তু জেনো, যেখানেই তুমি আছো, আমি তোমায় মিস করব৷ কিম্মু তার দাদুকে কখনও ভুলতে পারবে না৷ অনেক ভালবাসা পাপা৷

ইন্ড্রাস্ট্রিতে নবীনার বন্ধুরাও সকলে নিজেদের প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করেছেন৷ মে মাসেই নবীনার বাবার জন্মদিন ছিল৷ সে সময়ও বাবাকে নিয়ে চমৎকার একটি পোস্ট করেন অভিনেত্রী৷ সেই সময় তিনি জানান যে, তিনি বাবাকে কতটা ভালবাসেন৷

আরও পড়ুন এবার কঙ্গনার উপরে খেপলেন বহু তারকাই! মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনার উত্তর এল...

বহু সিরিয়ালে নিয়মিত দেখা যায় নবীনাকে৷ তবে তার মধ্যে সবথেকে জনপ্রিয়  ‘তারক মেহতা কা উল্টা চশমা’৷

Published by:Pooja Basu
First published:

Tags: Actress