#কলকাতা: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে টেনে বলিউডে যখন নেপোটিজম বিতর্ক ৷ ঠিক তখনই টলিউডে ফাঁস কাস্টিং কাউচ ! আর এই বিতর্কের মাঝে ফাঁসলেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক ও বাংলাদেশের এক নায়িকা ও মডেল ৷ দুই বাংলার নানা সংবাদমাধ্যমকে বাংলাদেশের অভিনেত্রী জানিয়েছেন, জনপ্রিয় এই পরিচালক নাকি তাঁকে হোটেলে দেখা করতে ডেকেছিল এবং কু-প্রস্তাব দেন ৷ তবে নায়িকার এই অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের কাছে এখনও মুখ খোলেননি পরিচালক ৷
তা পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ আনেন এই বাংলাদেশের অভিনেত্রী?
সংবাদমাধ্যমকে অভিনেত্রী শেয়ার করেন পরিচালকের সঙ্গে তাঁর ফেসবুক মেসেঞ্জার চ্যাট ৷ যার সূত্র ধরেই পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন এই অভিনেত্রী ৷ এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমেই পরিচালকের সঙ্গে তাঁর আলাপ হয় ৷ পরিচালক নাকি তাঁকে জানিয়েছিলেন তিনি একটি ছবির কাজে ঢাকা যাবেন আর অভিনেত্রীকে ঢাকায় হোটেলে গিয়ে দেখা করতে হবে ৷
তবে অভিনেত্রীর অভিযোগ রয়েছে আরও, পরিচালক নাকি তাঁকে আপত্তিকর ছবি পাঠাতেও বলেছিলেন !
অভিনেত্রীর এই অভিযোগ নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেননি পরিচালক ৷ অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়াচ্ছে এই কাস্টিং কাউচের খবর !