#মুম্বই: ছোটপর্দায় ধামাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করার পরেই বেনাফশা সুনাওয়ালা সবার নজরে এসেছিলেন ৷ হ্যাঁ তিনি বিগ বসের ফেম ৷ এক বিপুল সংখ্যক ভক্ত রয়েছে তাঁর, তাঁদের সঙ্গে সংযুক্ত থাকার জন্যই বেনাফশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন ৷ প্রায় মাঝে মধ্যেই নিজের নতুন নতুন ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক ছবির জন্য সবার নজরে রয়েছেন ৷ তাঁর অত্যন্ত বোল্ড ছবি তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া ৷
View this post on Instagram
বেনাফশা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে শরীরে সুতো মাত্র নেই, একটি সাদা চাদর জড়িয়ে তিনি ছবি তুলেছেন ৷ মেকআঅপ রুমে রাখা চেয়ারের সঙ্গে তিনি রয়েছেন, ভিডিও-তেই তা প্রাকশিত ৷ বেনাফশা মিরর সেল্ফি মোডে ছবি তুলেছেন ৷ সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷
ভিডিওটি শেয়ার করে ক্যাপশান দিয়েছেন 'কিছুদিনের মধ্যেই এমন দেখতে হয়েছে আমাকে' একই সঙ্গে ইমোজি শেয়ার করেছেন ৷ এরপরেই ভিডিওটি সোস্যাল মিডিয়া কাঁপাতে শুরু করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।