corona virus btn
corona virus btn
Loading

অভিনেত্রীর দুরন্ত নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সুপার এক্সপ্রেস গতিতে বাড়ছে ভিউ

অভিনেত্রীর দুরন্ত নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সুপার এক্সপ্রেস গতিতে বাড়ছে ভিউ

তিনি ভারতীয় টেলিভিশনের এক অন্যতম পরিচিত মুখ

  • Share this:

#লখনউ: আরও এক ধামাকা সোশ্যাল মিডিয়ায় দুরন্ত নেচে ফেসবুকে ভাইরাল হয়েছেন এক সুন্দরী ৷ তাঁর সাবলীল ভঙ্গিতে নাচ রীতিমত এক ভাললাগার সঞ্চার ঘটিয়েছেন তিনি ৷ ফেসবুক কাঁপিয়েছেন এক নায়িকা ৷ তিনি উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণ করেছেন ৷ ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশনের এক পরিচিত মুখ ৷

২০১৭ সালে তিনি আইবিএফএ-এর মোস্ট পপুলার অভিনেত্রীর সম্মানে ভূষিত করা হয়েছে ৷ অঞ্জনা সিং সেরা সহ অভিনেতর পুরস্কার পেয়েছেন সবরঙ ছবির জন্য ৷ তিনিই একটি ভিডিওতে নেচে তুফান তুলেছেন ৷ মাত্র কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও শোর করেঠেন যেখানে দুরন্ত নেচে সবাইকে মাত করেছেন অঞ্জনা ৷

অনেকেই আছেন যিনি অভিনয় খুব ভাল করে করেন তিনি অন্যদিকে মন দেননা ৷ অভিনয়ের দিকে নজর থাকে তাঁর সর্বত্র ৷ তবে অঞ্জনা সেই দলে পড়েন না তিনি অভিনয়র সঙ্গে সঙ্গে ভাল নাচতে পারেন ৷ তাঁর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলকালাম সৃষ্টি করেছে ৷

First published: October 24, 2019, 4:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर