• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • লাল-সোনালি কাঞ্জিভরাম শাড়িতে ‘চাঁদনি’র বিদায়

লাল-সোনালি কাঞ্জিভরাম শাড়িতে ‘চাঁদনি’র বিদায়

Photo: ANI

Photo: ANI

সাজতে ভালোবাসতেন শ্রী ৷ তাই শেষ বিদায়েও সাজে কোনও ত্রুটি রাখলেন না কাপুর পরিবার ৷

 • Share this:

  #মুম্বই: সাজতে ভালোবাসতেন শ্রী ৷ তাই শেষ বিদায়েও সাজে কোনও ত্রুটি রাখলেন না কাপুর পরিবার ৷ লাল-সোনালি কাঞ্জিভরাম শাড়িতে শ্রীদেবী তখনও রূপ কি রানি ৷ কে বলবে তিনি নেই ৷ যেন রয়েছেন ঘুমিয়ে ৷ এক গভীর স্বপ্নে ৷ গোটা ভারতের সিনেমাপ্রেমী মানুষের মন ভেঙে চির বিদায় নিচ্ছেন বলিউডের শ্রী ৷ সাদা ফুলে মোড়া শবগাড়িতে শায়িত বলিউডের হাওয়া হাওয়াই গার্ল ৷

  সাড়ে তিনটে নাগাদ ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে শ্রীদেবীর ৷ চোখের জলে প্রিয় নায়িকাকে বিদায় জানাচ্ছে গোটা দেশ !

  First published: