#কলকাতা: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। গত চার দিনের মধ্যে আজকে প্রথম তিনি চোখ মেললেন। গত 22 দিন ধরে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি। যার মধ্যে গত সোমবার থেকে অর্থাৎ শেষ চার দিন ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আশা-নিরাশার দোলাচলে রয়েছেন প্রত্যেকে। তবুও লড়াইয়ে হাল ছাড়েননি অকুতোভয় চিকিৎসকরা। গত চারদিন বাদে অবস্থার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানালেও এখনো আশঙ্কাজনক অবস্থা কাটেনি বলেই বলছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয়বার ডায়ালাইসিস করা হবে। বুধবার তার প্রথম বারডায়ালাইসিস করার ফলে রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা আগের থেকে অনেক ভালো হয়েছে বলে জানান চিকিৎসকরা। রক্তচাপ অনেকটাই স্বাভাবিক হয়েছে। নতুন করে আর জ্বর আসেনি। অন্ত্র থেকে রক্তক্ষরণ আর হয়নি। সেকেন্ডারি সংক্রমণ আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সবথেকে বড় কথা, স্নায়ুর যে সংক্রমণ হয়েছিল,তাও আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Soumitra Chatterjee