হোম /খবর /বিনোদন /
সব বিতর্ক পেরিয়ে পাঠানের জয়, সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন শাহরুখ

Pathaan: সব বিতর্ক পেরিয়ে পাঠানের জয়, সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন শাহরুখ

পাঠানের সাংবাদিক সম্মেলনে শাহরুখ

পাঠানের সাংবাদিক সম্মেলনে শাহরুখ

মাত্র ৫ দিনে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। রবিবার এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫৮ কোটির বেশি।

  • Share this:

মুম্বই: মুক্তির পঞ্চম দিনে বক্স অফিসে ‘পাঠান’ ঝড় অব্যাহত। সোমবার ছবির কলাকুশলী সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি শাহরুখ খান। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, পরিচালক সিদ্ধার্থ আনন্দ। মাত্র ৫ দিনে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। রবিবার এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫৮ কোটির বেশি।

বক্সঅফিসে তো আগেই ছক্কা হাঁকিয়েছিল পাঠান৷ দর্শকদের মনেও শাহরুখ  'কিং' হয়েই থাকলেন৷ দীর্ঘ চার বছর পরে বড় পর্দায় দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন, 'এভাবেই ফিরে আসা যায়'৷ ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসও দেখার মতো। ছবি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হয়েছে ‘পাঠান’। তা সত্ত্বেও দর্শক ভালবাসা উজাড় করে দিয়েছেন। সবকিছুর জন্যই সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন বলিউডের ‘বাদশা’।

অন্যদিকে বিগত কয়েক বছরে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেননি দীপিকা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ' ছপক ' আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গত বছর অ্যামাজনে মুক্তি পায় তার ' গেহরাইয়া ' । দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। বলা যায়, 'পাঠান'- এর হাত ধরেই দীর্ঘ দিন পর কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তিনি।

আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!

আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?

ইতিহাস গড়া সেই পাঠানের সাফল্যে উচ্ছ্বসিত পুরো টিম৷ তবে যাঁর জন্য এত সাফল্য, এত খ্যাতি সেই শাহরুখের চোখেমুখে আজ যেন বাড়তি আনন্দের ছাপ৷ যেন দেশজয়ের হাসি৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Pathaan, Shah Rukh Khan