#কলকাতা: মার্চ মাস থেকেই সরগরম টলিউড! কারণ? শুরু হচ্ছে অতনু বোসের আগামী ছবি 'অচেনা উত্তম'-এর শ্যুটিং! উত্তমকুমারের জীবনী নিয়ে ছবি...স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে! আগেই সামনে এসেছে ছবিতে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম-ঘরণীর ভূমিকায় দেখা মিলবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের! কিন্তু সবথেকে বড় প্রশ্ব যা এতদিন ধরে উঁকি-ঝুকি মারছিল সবার মনে, তা হল, উত্তম কুমার কে? এবার সেই রহস্যই সমাধান হল বোধহয়! টলিউডের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, অতনু বোসের 'অচেনা উত্তম'-এ মহানায়কের চরিত্রে নাকি অভিনয় করছেন শাস্বত চট্টোপাধ্যায়।
এর আগে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মেঘে ঢাকা তারা’য় কিংবদন্তি পরিচালক হৃত্ত্বিক ঘটকের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত। এবার তিনিই উত্তমকুমার। যদিও শাশ্বত নিজে এ'ব্যাপারে এখনও মুখ খোলেননি। তিনি আপাতত অনুরাগ কাশ্যপের আগামী ওটিটি সিরিজ ‘দোবারা’র শ্যুটিংয়ে পুণেতে রয়েছেন। ওয়েবে তাঁর সঙ্গে রয়েছে তাপসী পান্নুও।
শোনা যাচ্ছে ছবিতে শাশ্বত, ঋতুপর্ণা আর শ্রাবন্তী ছাড়াও থাকবেন ৭০-৭৩ জন পরিচত মুখ। প্রদীপ কুমারের চরিত্রে অভিনয় করবেন মুম্বইয়ের কোনও তারকা। যানা যাচ্ছে, মহানায়কের বাড়িতে যে ঘরে মরদেহ শায়িত ছিল সেই ঘরে হতে পারে শ্যুট। শ্যুটিং স্পট হিসেবে রেকি হয়েছে তোপচাঁচি আর নেতারহাটে। তালিকায় রয়েছে দার্জিলিং, টংলিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Saswata Chatterjee