হোম /খবর /বিনোদন /
মুম্বই থেকে মান্ডি, হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন সলমনের বোন অর্পিতা

মুম্বই থেকে মান্ডি, বাচ্চা কোলে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন সলমনের বোন অর্পিতা!

Photo: Instagram

Photo: Instagram

কয়েক মাস আগেই সলমনের বোন অর্পিতা জন্ম দিয়েছেন একটি কন্যা সন্তানের

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডের সুপারস্টার তথা দাবাং খান সলমনের বোন অর্পিতা ফিরলেন নিজের শ্বশুরবাড়ি ৷ মুম্বইয়ের রেড জোন থেকে হেলিকপ্টারে চড়ে মান্ডিতে ফিরলেন অর্পিতা ৷ সঙ্গে ছিল অর্পিতার দুই সন্তান ৷ জানা গিয়েছে, দুই সন্তানকে নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন অর্পিতা ৷খবর অনুযায়ী, কয়েক মাস আগেই সলমনের বোন অর্পিতা জন্ম দিয়েছেন একটি কন্যা সন্তানের ৷ তার পরেই করোনার প্রকোপের জন্য মুম্বইতেই আটকে পড়েন অর্পিতা ৷ সম্প্রতি প্রশাসনের থেকে অনুমতি নিয়েই মুম্বই থেকে মান্ডিতে রওনা হন অর্পিতা ৷ জানা গিয়েছে, দুই ছোট্ট সন্তান থাকায় প্রশাসন তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Salman Khan