corona virus btn
corona virus btn
Loading

বউয়ের সঙ্গে অশান্তি, আত্মহত্যা করলেন অভিনেতা

বউয়ের সঙ্গে অশান্তি, আত্মহত্যা করলেন অভিনেতা

বউয়ের শাড়ির ফাঁসেই আত্মহত্যা করলেন দক্ষিণী অভিনেতা প্রদীপ ৷

  • Share this:

#চেন্নাই: বউয়ের শাড়ির ফাঁসেই আত্মহত্যা করলেন দক্ষিণী অভিনেতা প্রদীপ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বউয়ের সঙ্গে অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন অভিনেতা প্রদীপ ৷

এক বছর আগেই দক্ষিণী অভিনেত্রী পাবনি-র সঙ্গে বিয়ে হয় প্রদীপের ৷ সংসার চলছিল ভালোই ৷ তবে শুক্রবার রাতেই শুরু হয় অশান্তি ৷ টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, পাবনি জানিয়েছেন, ‘আমি একটা কাজে ব্যস্ত ছিলাম ৷ সেই সময়ই প্রদীপ আমার সঙ্গে কথা বলত আসে ৷ ওর কথা খুব একটা পাত্তা দিইনি বলে, খুব রেগে যায় ৷ রাগের চোটে কাচের গ্লাস ভেঙে দেয় প্রদীপ ৷ সেদিন রাতে প্রচুর মদ পান করেছিল প্রদীপ ৷ তারপর অন্য একটি রুমে নিজেরে বন্দি করে ফেলে ৷ কিন্তু প্রদীপ যে আত্মহত্যা করবে, সেটা বুঝতে পারেনি !’

তবে গুঞ্জনে রয়েছে, পাবনি-র সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক নিয়েই বেশ কিছু মাস ধরে বিরক্ত ছিলেন প্রদীপ ৷ আর তা থেকেই শুরু হয় অশান্তি !

First published: May 4, 2017, 2:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर