#মুম্বই: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি ৷ যেখানে দেখা গিয়েছে, অভিনেতা মণীশ চৌধুরী এক যুবককে পাকড়াও করে নিয়ে যাচ্ছেন বান্দ্রা পুলিশ স্টেশনে!
তা কাণ্ডটা কি? হঠাৎ অভিনেতা এরকম করলেন কেন? কাণ্ডটা হলো, বান্ধবীর সঙ্গে মর্নিং ওয়াক করতে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে ছিলেন অভিনেতা ৷ রোজকার মতো ভালই চলছিল দৌঁড় ৷ ঠিক সেই সময়ই তিন যুবক হঠাৎ তাঁ বান্ধবী দেখে কু-মন্তব্য করে বসে ৷ ব্যস, সে কথা কানে আসতেই তিন যুবককে ধরতে দৌড় লাগান অভিনেতা ৷ সঙ্গে ছিলেন ওই সময় ডিউটি থাকা পুলিশও ৷ অবশ্য তিনজন হাতে না এলেও, একজনকে ধরে ফেলা হয় ৷ তারপর সেই যুবককে নিয়ে সোজা থানাতে রওনা দেন অভিনেতা ৷মণীশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনার সব সময় প্রতিবাদ করা উচিত ৷ না হলে বাড়তেই থাকবে ৷ তবে পুলিশ আমাদের দারুণ সহযোগিতা করেছে ৷ তাঁদের ধন্যবাদ ৷’