Home /News /entertainment /
ছবির প্রচারে সাংবাদিকদের সঙ্গে অভব্য ব্যবহার জিতের টিমের !

ছবির প্রচারে সাংবাদিকদের সঙ্গে অভব্য ব্যবহার জিতের টিমের !

Photo : News18Bangla

Photo : News18Bangla

শহরের এক পাঁচতারা হোটেলে জিৎ এর ছবির প্রচার। কিন্তু তিনি তো আবার সুপারস্টার।

 • Share this:

  #কলকাতা: শহরের এক পাঁচতারা হোটেলে জিৎ এর ছবির প্রচার। কিন্তু তিনি তো আবার সুপারস্টার। তাই নিজের ছবির প্রচারে তিনি কোনও সাক্ষাৎকারই দেবেন না অডিও ভিসুয়াল মিডিয়াকে। ছবির মিউজিক লঞ্চে সৃষ্টি হল এক অপ্রীতিকর পরিস্থিতির। লঞ্চ বয়কট করতে বাধ্য হলেন অডিও ভিসুয়াল মিডিয়ার প্রতিনিধিরা।

  বছরের পর বছর প্রচারের আলোয় থাকেন তাঁরা। যেকোনও নায়কের জিরো থেকে হিরো হওয়ার যাত্রায় সর্বক্ষণ তাঁদের সঙ্গে থাকে প্রচারমাধ্যম। আর পাঁচটা ছবির মত জিৎ এর ছবি সুলতানের মিউজিক লঞ্চেও সেই কারণেই গিয়েছিলেন নিউজ এইটিন বাংলার প্রতিনিধি। বিনিময়ে যে ব্যবহার জুটল তা কি সত্যিই আমাদের প্রাপ্য ছিল?

  আরও পড়ুন 
  উত্তপ্ত কাশ্মীরে লয়লা-মজনু-র প্রেম, ভিডিও দেখুন

  আমাদের প্রতিনিধি বেরিয়ে আসতেই অডিও ভিসুয়াল মিডিয়ার অনেকেই বেরিয়ে আসতে শুরু করেন। এই অভিনেতার প্রথম ছবি থেকে তাঁর সঙ্গী আজকের সাংবাদিকদের অনেকেই। তাহলে আজ কেন জিৎ এবং তাঁর পি আর পার্সনের এই ব্যবহার?

  পুরো ঘটনাটা একেবারেই কাম্য ছিল না। সেকথা মেনেই খানিকটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

  First published:

  Tags: Bengali Movie, Jeet

  পরবর্তী খবর