Home /News /entertainment /
সিনেমার শ্যুটিংয়ে গাড়ির ধাক্কায় আহত জিৎ

সিনেমার শ্যুটিংয়ে গাড়ির ধাক্কায় আহত জিৎ

সিনেমার সেটে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল টলিউডের হ্যান্ডসাম হিরো জিৎ ৷

 • Share this:

  #কলকাতা: সিনেমার সেটে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল টলিউডের হ্যান্ডসাম হিরো জিৎ ৷ শ্যুটিং স্পট থেকে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় বড়সড় আঘাত লেগেছে জিতের ৷ জিৎ তাঁর নতুন ছবি ‘বস ২’-এর শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন ৷ তা কীভাবে হল এই দুর্ঘটনা?

  গ্রাসরুট এন্টারটেনমেন্টের ট্যুইটারে শেয়ার করা হয়েছে একটি ভিডিও ৷ সেই ভিডিওতেই দেখা গিয়েছে দ্রুত গতিতে আসা এক গাড়িতে ধাক্কা লাগে জিতের ৷ তবে খবর অনুযায়ী, সুস্থ আছেন জিৎ ৷

  জিৎ আহত হওয়ার খবর পেয়ে জিৎকে ট্যুইট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

  First published:

  Tags: Actor, Bengali Movie, Jeet, Tollywood

  পরবর্তী খবর