#মুম্বই: লকডাউন আর করোনা ভাইরাসের প্রকোপ৷ বিনোদন জগত যেন এর ফলে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ৷ শ্যুটিং বন্ধ হওয়ায় বহু অভিনেতার পকেটে টান ৷ রোজকার জীবনযাপনের জন্যও সামান্য টাকা রোজগারে হিমশিম খাচ্ছেন অনেক অভিনেতা৷ সম্প্রতি সেরকমই এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গেল আমির খানের ‘গুলাম’, ‘লাইফ কি অ্যায়সি ত্যায়সি’ ছবির অভিনেতা জাভেদ হায়দার মুম্বইয়ের রাস্তায় সবজি বিক্রি করছেন ৷
অভিনেত্রী ডলি বিন্দ্রা শেয়ার করলেন অভিনেতা জাভেদের সবজি বিক্রি করার টিকটক ভিডিও৷ যেখানে অভিনেতা জাভেদ ‘দুনিয়া ম্যায় রহেনা হ্যায়’-এর সঙ্গে লিপ সিঙ্ক করে সবজি বিক্রির সময় এক ভিডিও আপলোড করেছেন ৷ অভিনেত্রী ডলি লিখলেন, ‘দেখুন লকডাউনের ফলে কী অবস্থা অভিনেতা জাভেদের ৷’He is an actor aaj woh sabzi bech raha hain javed hyder pic.twitter.com/4Hk0ICr7Md
— Dolly Bindra (@DollyBindra) June 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Javed hyder