• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ছোট্ট ভাগ্নির স্যালোঁতে গিয়ে দেখুন কী হাল দেবের? ভিডিও ভাইরাল

ছোট্ট ভাগ্নির স্যালোঁতে গিয়ে দেখুন কী হাল দেবের? ভিডিও ভাইরাল

 ব্যস্ত স্টার ৷ টলিউডের এক নম্বর হিরো ৷ একের পর এক ছবি ৷ পুজোর ছবি পাসওয়ার্ড নিয়ে গোটা শহর এখন জল্পনায় ৷

ব্যস্ত স্টার ৷ টলিউডের এক নম্বর হিরো ৷ একের পর এক ছবি ৷ পুজোর ছবি পাসওয়ার্ড নিয়ে গোটা শহর এখন জল্পনায় ৷

ব্যস্ত স্টার ৷ টলিউডের এক নম্বর হিরো ৷ একের পর এক ছবি ৷ পুজোর ছবি পাসওয়ার্ড নিয়ে গোটা শহর এখন জল্পনায় ৷

 • Share this:

  #কলকাতা: ব্যস্ত স্টার ৷ টলিউডের এক নম্বর হিরো ৷ একের পর এক ছবি ৷ পুজোর ছবি পাসওয়ার্ড নিয়ে গোটা শহর এখন জল্পনায় ৷ ঠিক এরই মাঝে সময় বার করে ছোট্ট ভাগ্নির বিউটি স্যালোঁতে পৌছে গেলেন দেব ৷ আর সেখানেই শুরু দেবের হেয়ার ট্রিটমেন্ট ৷ ছোট্ট ছোট্ট হাতে শুরু হল কেশচর্চা ৷ শ্যাম্পু থেকে শুরু হেয়ার স্ট্রেননিং ৷ একের পর এক কাণ্ড চলল দেবের চুলে !

  গপ্পোটা হল, দেব সময় পেলেই চলে যান তাঁর ছোট্ট ভাগ্নির কাছে ৷ আর ছোট্ট ভাগ্নি মামাকে কাছে পেলেই শুরু হয় খেলা ৷ বিউটি স্যালোঁর একস্পার্ট সেজে দেবের সঙ্গে খেলতে নাকি দারুণ লাগে ছোট্ট ভাগ্নির ৷ দেবেরও উপায় নেই, ছোট্ট ভাগ্নির কোনও আবদারই ফেলতে পারেন না তিনি ৷

  সেই খেলার ভিডিও-ই দেব শেয়ার করেছেন ফেসবুকে ৷ যা কিনা রীতিমতো ভাইরাল৷

  First published: