#লস এঞ্জেলেস: করোনার থাবা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেন গারফিল্ড ৷ করোনার কোপে ৮০ বছর বয়সেই প্রাণ গেল আমেরিকার এই বর্ষীয়ান অভিনেতার ৷ ‘দ্য কনভারসেশন’, ‘নাশভিলে’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে ৷ তাঁর এই প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া পড়েছে সিনেমামহলে ৷
প্রথম জীবনে অ্যালেন কেরিয়ার শুরু করেন বস্কার হিসেবে ৷ তারপর ক্রীড়া সাংবাদিক ৷ হঠাৎই তাঁর সিনেমায় চলে আসা৷ ১৯৬৮ সালে অর্জি গার্ল ছবিতেই প্রথমবার তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল ৷ ৭০ দশকে সিনে প্রেমীদের মন জয় করেছিলেন অ্যালেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor Allen Garfield, Corona, Corona Virus, News