Home /News /entertainment /
Film Stars having Fuchka| Viral Video: রাস্তায় নেমে, মুখ 'হা' করে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-আমির খান! কেন?

Film Stars having Fuchka| Viral Video: রাস্তায় নেমে, মুখ 'হা' করে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-আমির খান! কেন?

ডায়েটের কোনও বালাই নেই, তাও আবার রাস্তার ফুচকা বা পানিপুরি-তে কামড় বসাচ্ছেন বিগ স্টাররা?

 • Share this:

  #কলকাতা: ফুচকা খাচ্ছেন দুই স্টার! একদিকে বলিউডের চকোলেট বয় আমির খাচ্ছেন ফুচকা অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন বাংলার মেগা স্টার বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ দুই তারকা এভাবে কেন খাচ্ছেন ফুচকা? ডায়েটের কোনও বালাই নেই, তাও আবার রাস্তার ফুচকা বা পানিপুরি-তে কামড় বসাচ্ছেন বিগ স্টাররা? ফুচকা বেশ হাল্কা খাবার হলেও, তেলে ভাজা এবং আলুর পুর থাকে৷ ভাজা এবং আলু দু’টোই ডায়েট করলে নৈব নৈব চ৷ তার উপর রাস্তায় দাঁড়িয়ে খাওয়া তো তারকাদের মানায় না৷ তাহলে এমন কী হল যে দুই মহারথী ফুচকা খেতে ছুটলেন? সকলের সামনে দাঁড়িয়ে একেবারে মুখ হা করে গপাগপ খেলেন মুখে জল আনা মুখরোচক জনপ্রিয় স্ট্রিটফুড৷ যার ভিডিও হল ভাইরাল৷

  আরও পড়ুন Tirandaj Shabor: "সিরিয়াল আমায় জনপ্রিয়তা দিয়েছে, ছবিতে অভিনয় আরও সমৃদ্ধ করেছে", দেবযানী চট্টোপাধ্যায়

  তারকাদের এমন ফুচকা প্রেম নিয়ে খোঁজ চালাল নিউজ ১৮ বাংলা৷ বোঝা গেল এমন প্রেমের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল ব্যবসা৷ অর্থাৎ ছবির প্রমোশনেই এভাবে প্রতিদিনের কড়া ডায়েটের নিয়ম ভাঙলেন আমির এবং প্রসেনজিৎ৷ একজন মুম্বইয়ের জুহুতে গেলেন ছবির প্রচারে আর অন্যজন কলকাতায় নিজের অনস্ক্রিন মেয়ের বায়না মেটাতে খেলেন ফুচকা৷

  মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি আয় খুকু আয়৷ বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ, তাঁর মেয়ের চরিত্রে থাকছেন রানি রাসমণী খ্যাত দিতিপ্রিয়াকে৷ ছবি মুক্তি ১৭ জুন৷ তার আগে ছবির প্রচারে দিতিপ্রিয়াকে নিয়ে শহর ঘুরলেন সকলের প্রিয় বুম্বাদা৷ সেই ভিডিও-তে দেখা গেল মেয়ে দিতিপ্রিয়ার আবদারে সারাদিন টানা ঘুরলেন প্রসেনজিৎ৷ ফ্লুরিজ-এ খাওয়া থেকে, নন্দন ঘোরা, শপিং, টাঙা চড়া এবং সব শেষে ফুচকাও খেতে হল বাধ্য বাবা-কে৷ আসলে বাবা তো এমনই হয়৷ বিশেষ করে মেয়েদের সঙ্গে বাবার সম্পর্ক খুবই মধুর হয়৷ বাবার কাছে যা চায় মেয়েরা, তা যেন ফেলতেই পারেন না তারা৷ সেই বার্তা উঠে আসবে প্রসেনজিৎ-দিতিপ্রিয়ার ছবিতে৷ তারই এক ঝলক যেন এই ভিডিও৷

  অন্যদিকে মুক্তির অপক্ষায় আমিরের ছবি লাল সিং চাড্ডা৷ টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত ছবি ফরেস্ট গাম্প-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি৷ আমিরের সঙ্গে অভিনয় করেছেন করিনা কাপুর৷ ছবির ট্রেলার মুক্তি পাবে ২৯ মে৷ ছবি মুক্তি ১১ অগাস্ট৷ ছবির প্রচারের কাজে আসেন আমির, আর সেখানেই সকলের সামনে ফুচকা খান৷ একটি নয়, বেশ কয়েকটি ফুচকা খেতে দেখা গিয়েছে মিস্টার পারফেকশনিস্টকে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Aamir Khan, Fuchka, Prosenjit Chatterjee

  পরবর্তী খবর