#মুম্বই: ফের অঘটন শ্যুটিং ফ্লোরে। তবে টলিপাড়ায় নয়, বলি পাড়ায়। জনপ্রিয় ধারাবাহিক 'এয় মেরে হামসফর'-এর সেটেই ঘটে একটি দুর্ঘটনা। আক্রান্ত হন এই সিরিয়ালের অভিনেত্রী রিশিনা কান্ধারি। তিনি শ্যুটিংয়ে যাওয়ার জন্য মেক-আপ রুমে ছিলেন। সে সময় ঘটে যায় অঘটন।
অভিনেত্রী জানিয়েছেন, "আমি মেক-আপ করছিলাম। তখন আমার হাতে একটা কাচের গ্লাস ছিল। হঠাৎ হাত থেকে পড়ে যায় গ্লাসটি। কিন্তু এর পর আমি কিছু টের পায়নি। আমার হেয়ার ড্রেসার হঠাৎ চিৎকার শুরু করেন। তিনি রক্ত রক্ত বলে চিৎকার শুরু করতেই আমি বুঝতে পারি আমার হাতের কড়ে আঙুলে কাঁচ ঢুকে রয়েছে। বেশ বড় একটি কাঁচের টুকরো হাতে ঢুকে রয়েছে। আর রক্তে ভেসে যাচ্ছে আমার জামা কাপড়। এটা দেখার পর আমি অচেতন হয়ে পড়ি। এর পর যখন আমার চেতনা ফেরে দেখি আমার আঙুলে সেলাই পড়েছে।"
তবে এই ঘটনায় সকলেই বেশ অবাক হয়েছেন। হাত থেকে গ্লাস পড়ে যাওয়া পর্যন্ত ঠিক আছে। কিন্তু মাটিতে পড়ে যাওয়া ভাঙা গ্লাসের টুকরো কি করে অভিনেত্রীর আঙুলে ঢুকে গেল তা কেউই আন্দাজ করতে পারছেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Rishina kandhari