Home /News /entertainment /
Abhishek Chatterjee death: অবশেষে প্রসেনজিতের ট্যুইট! 'বন্ধু' অভিষেকের জন্য আবেগে ভাসলেন অভিনেতা

Abhishek Chatterjee death: অবশেষে প্রসেনজিতের ট্যুইট! 'বন্ধু' অভিষেকের জন্য আবেগে ভাসলেন অভিনেতা

'বন্ধু' অভিষেকের জন্য আবেগে ভাসলেন অভিনেতা

'বন্ধু' অভিষেকের জন্য আবেগে ভাসলেন অভিনেতা

Abhishek Chatterjee death: খবর পাওয়ার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই। অবশেষে এক সময়ের সহ অভিনেতার জন্য সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন প্রসেনজিৎ।

 • Share this:

  #কলকাতা: অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুতে শোকাচ্ছন্ন টলিপাড়া। অভিনেতার অকাল মৃত্যু টলিউডের কাছে যেন বড় ধাক্কা। খবর পাওয়ার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই। অবশেষে এক সময়ের সহ অভিনেতার জন্য সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)।

  প্রসেনজিৎ লিখছেন, "বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব..ভাষা খুঁজে পাচ্ছি না। তোর বিকল্প হবে না কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু।" সকালে নিউজ১৮ বাংলা থেকে প্রসেনজিৎকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এর চেয়ে খারাপ খবর কিছু হতে পারে ন। আমি সত্যি প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই। সত্যিই প্রতিক্রিয়া দিতে পারছি না। এর চেয়ে অনিশ্চয়তা আর কিছু হতে পারে না। ভালো লাগছে না কিছু।"

  একই সময়ে বাংলা ছবির ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ ও অভিষেক দুজনেই। বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছিলেন দুজনে। কয়েকটি ছবিতে প্রসেনজিতের ভাইয়ের চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি(Abhishek Chatterjee) । তাই অভিষেকের প্রয়াণে শোকস্তব্ধ প্রসেনজিৎ।

  আরও পড়ুন- দুঃস্থ যাত্রাশিল্পীদের পাশে ছিলেন অভিষেক! অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ নন্দকুমারের যাত্রাপাড়া

  প্রসঙ্গত, সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি (Abhishek Chatterjee) নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷ শ্যুটিং ফ্লোরে তিনি সবার প্রিয় মিঠুদা ছিলেন ৷ সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহারই ছিল তাঁর চরিত্রের অন্যতম ভাল দিক ৷

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: Abhishek Chatterjee, Prosenjit Chatterjee

  পরবর্তী খবর