Home /News /entertainment /

অভিষেকের সঙ্গে ওয়েব সিরিজে অভিনয়, করোনা টেস্ট করালেন অভিনেতা অমিত সাদ

অভিষেকের সঙ্গে ওয়েব সিরিজে অভিনয়, করোনা টেস্ট করালেন অভিনেতা অমিত সাদ

ওয়েব সিরিজে অভিষেকের সঙ্গে কাজ করেছেন অভিনেতা অমিত সাদও ৷

 • Share this:

  #মু্ম্বই: অভিষেক বচ্চন করোনা আক্রান্ত৷ করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চনও৷ শনিবার নিজেরাই সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ৷ আপাতত, দু’জনেই চিকিৎসাধীন রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁদের দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল ৷

  জানা গিয়েছিল, কিছুদিন আগে মুম্বইয়ে এক স্টুডিওতে ডাবিং করতে গিয়েছিলেন অভিষেক ৷ চলছিল তাঁর ওয়েব সিরিজ ‘ব্রেথ’ এর ডাবিংয়ের কাজ ৷

  এই ওয়েব সিরিজে অভিষেকের সঙ্গে কাজ করেছেন অভিনেতা অমিত সাদও ৷ অভিষেকের করোনা আক্রান্তের খবর পাওয়া মাত্রই অমিত নিজেরও টেস্ট করান ৷ তবে রেজাল্ট অনুযায়ী, অমিত নেগেটিভ ৷

  সংবাদ মাধ্যমকে অমিত জানিয়েছেন, ‘আমি আর অভিষেক একসঙ্গে ডাবিং করিনি ৷ তবুও নিজে সুস্থ আছি কিনা তা জানার জন্য টেস্ট করলাম ৷ এই সময়টা তো সতর্ক থাকতেই হয় ৷ ’

  Published by:Akash Misra
  First published:

  Tags: Amit Sadh, Coronavirus

  পরবর্তী খবর