corona virus btn
corona virus btn
Loading

আরাধ্যার জন্মদিন, জানেন দাদু অমিতাভ তাকে কী উপহার দিলেন?

আরাধ্যার জন্মদিন, জানেন দাদু অমিতাভ তাকে কী উপহার দিলেন?
Twitter

নাতনিকে কোন দাদু না ভালোবাসেন ! তা সে বলিউডের শহেনশাহই হোক বা কোনও সাধারণ মানুষ৷

  • Share this:

#মুম্বই: নাতনিকে কোন দাদু না ভালোবাসেন ! তা সে বলিউডের শহেনশাহই হোক বা কোনও সাধারণ মানুষ৷ নাতনির জন্য হৃদয় ভরা শুভেচ্ছা আর সেরা উপহার দেওয়াটাই তো ভালো দাদুর পরিচয় ৷ ঠিক এরকমটিই করলেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন ৷

ঐশ্বর্য-অভিষেকের মেয়ে আরাধ্যা পড়ল ৬ বছরে ৷ নিজের নাতনিকে তাই জন্মদিনের উপহার হিসেবে দিলেন আরাধ্যারই ছোটোবেলার ছবি ৷ আর ট্যুইটারে সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘শুভেচ্ছা রইল আরাধ্যাকে৷ রঙিন হোক তার জীবন ৷ প্রতিটি মুহূর্ত ৷ আর উপহার দেওয়া ছবি দেখে আরাধ্যা বুঝে নিক, কতটা সময় পেরেয়িছে ৷ কতটা বড় হয়েছে সে !’

Capture

First published: November 16, 2017, 3:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर