হোম /খবর /বিনোদন /
বলিউড থেকে অকালে হারালেন! জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে পথে কী করছেন আমিরের ভাগ্নে

Imran Khan: বলিউড থেকে অকালে হারালেন! জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে পথে কী করছেন আমিরের ভাগ্নে

Imran Khan: বেশ কয়েক বছর ধরে বলিউড থেকে শতহস্ত দূরে ইমরান। আলোকবৃত্তের বাইরে সাদামাঠা জীবনযাপন তাঁর।

  • Share this:

মুম্বই: হাতেখড়িতেই সাফল্য। প্রশংসিত হয়েছিল অভিনয়ও। তবু বেশ কয়েকটি ছবির পরেই বিস্মৃতির অতলে চলে গেলেন ইমরান খান। আমির খানের ভাগ্নে।

বেশ কয়েক বছর ধরে বলিউড থেকে শতহস্ত দূরে ইমরান। আলোকবৃত্তের বাইরে সাদামাঠা জীবনযাপন তাঁর। স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে ইতিমধ্যেই। তবে শোনা যাচ্ছে, নতুন করে বসন্ত এসেছে 'জানে তু ইয়া জানে না'-র নায়কের জীবনে। রবিবার মুম্বইয়ের রাস্তায় দেখা গেল তাঁকে। ইমরানের সঙ্গী লেখা ওয়াশিংটন। পাপারাৎজির তোয়াক্কা না করেই প্রকাশ্যে হাত ধরে বেরিয়ে পড়েছিলেন তাঁরা।

View this post on Instagram

A post shared by yogen shah (@yogenshah_s)

দক্ষিণীর ছবির চেনা মুখ লেখা। কাজ করেছেন বলিউডেও। গুঞ্জন, আমিরের ভাগ্নের প্রেমে বুঁদ অভিনেত্রী। দু'জনের কেউই যদিও এ নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'

আরও পড়ুন: 'সম্পর্ক' অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন

আট বছর সম্পর্কে থাকার পর অবন্তিকাকে বিয়ে করেছিলেন ইমরান। ২০১৪ সালে তাঁরা এক কন্যাসন্তানের অভিভাবক হন। কিন্তু জানা যায়, গত বছরই আলাদা হয়ে যান ইমরান এবং অবন্তিকা।

 

২০১৫ সালে 'কাট্টি বাট্টি' ছবিতে শেষ দেখা গিয়েছিল ইমরানকে। ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এর পরেই আড়ালে চলে যান অভিনেতা। শোনা যায়, বলিউডকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়েছেন তিনি।

Published by:Sanchari Kar
First published:

Tags: Actor, Bollywood, Imran Khan