Home /News /entertainment /
অপমানের অভিযোগ তুলেছিলেন ‘দঙ্গল’ কোচ, জবাব দিলেন আমির !

অপমানের অভিযোগ তুলেছিলেন ‘দঙ্গল’ কোচ, জবাব দিলেন আমির !

পর্দার নয়, বাস্তবে কুস্তিহীর মহাবীরের কন্যা গীতি ফোগতের কোচ ছিলেন পি আর সন্ধি ৷ আর সেই সন্ধি মহাশয়ই ‘দঙ্গল’ ছবি নিয়ে মানহানির

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: পর্দার নয়, বাস্তবে কুস্তিহীর মহাবীরের কন্যা গীতি ফোগতের কোচ ছিলেন পি আর সন্ধি ৷ আর সেই সন্ধি মহাশয়ই ‘দঙ্গল’ ছবি নিয়ে মানহানির অভিযোগ তুলেছিলেন আমিরের নামে ৷ প্রথমে এই নিয়ে মুখ না খুললেও, শেষমেশ জবাব দিলেন ‘দঙ্গল’-এর আমির খান ৷

  ‘দঙ্গল’ ছবিতে নাকি অপমান করা হয়েছে গীতা ফোগাতের কোচ পি আর সন্ধিকে৷ তাঁকে যেভাবে ছবিতে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে, বাস্তবে মোটেই তিনি এরকম কিছু ঘটেনি ৷ পি আর সন্ধি জানিয়েছেন, আমার সিনেমাটা দেখা হয়নি ৷ বন্ধুদের কাছ থেকেই শুনেছি ৷ খুব অপমানিত বোধ হচ্ছে ৷

  পি আর সন্ধির এই অভিযোগের উত্তরে আমির খান জানিয়েছেন, ‘সিনেমার খাতিরে অনেক সময়ই কিছু কাল্পনিক দৃশ্যের প্রয়োজন হয় ৷ এটা একেবারেই সিনেম্যাটিক ফ্রিডম ! তাই কারও অপমানিত হওয়ার কোনও কারণ নেই ৷ ’

  First published:

  Tags: Aamir Khan, Bollywood, Dangal

  পরবর্তী খবর