Home /News /entertainment /
‘দঙ্গল’ ছবিতে আমিরের চেহারা বদল কীভাবে? দেখে নিন সেই ভিডিও !

‘দঙ্গল’ ছবিতে আমিরের চেহারা বদল কীভাবে? দেখে নিন সেই ভিডিও !

এমনি এমনি কী আর কারও নাম পরে পারফেকশনিস্ট ! রুপোলি পর্দায় আসার আগে, যেভাবে নিজেকে দুমড়ে, মুচড়ে, একেবারে অন্যরকম

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এমনি এমনি কী আর কারও নাম পরে পারফেকশনিস্ট ! রুপোলি পর্দায় আসার আগে, যেভাবে নিজেকে দুমড়ে, মুচড়ে, একেবারে অন্যরকম আকার দিয়ে, যেভাবে চরিত্রের মধ্যে ঢুকে যান আমির খান, তা বলিউডের অন্য কোনও হিরো এরকম করে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তাই তো আমির খান যখনই বক্স অফিসে আসেন ছবি নিয়ে, তখন ছবি রিলিজের আগে থেকেই উত্তেজনা শুরু !

  আমির খানের প্রোমোশন স্ট্র্যাটেজি নিয়ে বলিউডে নানা কথা ৷ ছবি রিলিজের আগে আমির যেভাবে ঝাঁপিয়ে পড়েন, বলিউডের অন্য কেউ এরকম করেন না৷ এই যেমন ‘দঙ্গল’ ছবির প্রোমোশন শুরু রিয়েল লাইফে গীতা ফোগটের বিয়ের আসর থেকেই ৷

  তবে এবার আমির নিলেন নতুন টেকনিক ৷ ‘দঙ্গল’ ছবির উত্তেজনাকে উসকে দিতে ফেসবুকে শেয়ার করলেন, দঙ্গল ছবিতে আমিরের চেহারা বদলের ভিডিও !

  খবরে আগেই ছিল, দঙ্গল ছবির জন্য আমির খান বাড়িয়ে ছিলেন ২৮ কেজি ওজন ৷ ছবির প্রথমভাগের শ্যুটিংয়ের সময় ৯৮ কিলো ওজন ছিল আমিরের ৷ পরে আবার ছবির জন্যই আমির কমিয়ে ফেলেন ওজন ৷ এই প্রক্রিয়া খুব একটা সহজ ছিল না আমিরের জন্য ৷ কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই যেতে হয়েছিল তাঁকে ৷ সেই প্রক্রিয়াটাই ভিডিও-র মধ্যে দিয়ে তুলে ধরলেন আমির ! আর সেই ভিডিও প্রকাশ পেতেই লাইকের সংখ্যা লক্ষাধিক ৷

  First published:

  Tags: Aamir Khan, Dangal, Video

  পরবর্তী খবর