#মুম্বই: আমির খান মানেই একদম আলাদা কিছু ৷ তা ছবির গল্প হোক বা ছবির প্রোমোশন ৷ তবে আমির তাঁর নতুন ছবি দঙ্গল নিয়ে আছেন বেশ টেনশনে ৷ ছবিটা হিট করবে না ফ্লপ, তা ভেবেই আজকাল নাকি দিন কাটছে আমিরের ৷
তবে এত চিন্তার মাঝে, ছবি হিট করানোর জন্য একটা তুক বার করলেন আমির ৷ এই তুক নাকি আমিরের বেশ পুরনো ৷ বলিউডের অন্দরের খবর অনুযায়ী, ছবি রিলিজের আগে, আমির নাকি প্রতিবারই এই তুক ব্যবহার করেন ৷ তা ‘পিকে’ হোক বা ধুম ৷
আমিরের এই তুক করা শুরু গজনি ছবি থেকেই ৷ আর সেবার থেকেই একেবারে হাতেনাতে তুকের ফল পেয়েছেন আমির ৷
তা ঠিক কী তুক করছেন আমির ? গুঞ্জনে রয়েছে, যে আমির একেবারেই ধূমপান বিরোধী, সেই আমিরই নাকি সিনেমা মুক্তি আগে নিয়মিত সিগারেট পান করছেন ৷ এই সিগারেট পান করা নাকি আমিরের কাছে খুব লাকি ব্যাপার ৷ আমির নাকি নিজেই দেখেছেন ছবি মুক্তির আগে তিনি যদি সিগারেট পান করেন, তাহলে সে ছবি সুপারহিট হবেই হবে !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Bollywood, Dangal, Smoking