#মুম্বই:ভালই চলছিল আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডার শ্যুটিং ৷ হঠাৎই এর মাঝে ঢুকে পড়ে করোনা কাল ৷ ব্যস, করোনা আবহে পুরো শ্যুটিং বন্ধ ৷ তবে এবার লাল সিং চাড্ডার জন্য সুখবর ৷ শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং ৷ ছবির বাদ বাকি শ্যুটিং করতে অগাস্ট মাসেই করিনাকে সঙ্গে নিয়ে ছবির শ্যুটিংয়ে তুরস্ক উড়ে গেলেন আমির ৷ সংবাদ মাধ্যমকে এই ছবির টিম জানিয়েছেন, ‘ছবির ক্লাইম্যাক্স শ্যুটিং করতেই তুরস্ক উড়ে গিয়েছেন লাল সিং টিম ৷ ’
শোনা গিয়েছে, শুধুই তুরস্ক নয়, এই ছবির শ্যুটিং হবে জর্জিয়াতেও ৷ শ্যুটিংয়ের গাইডলাইন মেনেই বিদেশে ছবির শ্যুটিং করবেন আমির-করিনা ৷
কিন্তু তাঁর আগেই ঘটে গেল গণ্ডগোল ৷ বিমানবন্দরে, তুরস্কের রাস্তায় আমির খানকে দেখতে পেয়ে একেবারে হইচই কাণ্ড ৷ আমির খানকে সামনে পেয়েই ঝাঁপিয়ে এল ফ্যানদের দল ৷ ব্যস, ফ্যানদের ভিড়ে রীতিমতো চিঁড়ে চ্যাপ্টা অবস্থা ‘লাল সিং চাড্ডা’র ৷
আর সেই ভিডিওই দুম করে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ৷