corona virus btn
corona virus btn
Loading

রেখার লেখা চিঠি পড়ে আমিরের চোখে জল এল কেন?

রেখার লেখা চিঠি পড়ে আমিরের চোখে জল এল কেন?

ব্যক্তিগত জীবনকে নিজের মধ্যেই গুটিয়ে রাখতে ভালোবাসেন রেখা ৷

  • Share this:

#মুম্বই: ব্যক্তিগত জীবনকে নিজের মধ্যেই গুটিয়ে রাখতে ভালোবাসেন রেখা ৷ এমনকী, রেখাকে ফিল্মি পার্টিতেও খুব একটা দেখা যায় না ৷ মাঝে মধ্যে কিছু ছবির প্রিমিয়ারে গেলেও, সংবাদ মাধ্যম থেকে দূরেই থাকেন রেখা ৷ তবে আমির খানের ‘দঙ্গল’ ছবির সাকসেস পার্টিতে না গিয়ে থাকতে পারলেন না রেখা ৷ শুধু পার্টিতে হাজির হয়েই নয়, আমিরের জন্য নিয়ে যাওয়া রেখার বিশেষ উপহার, আপাতত বলিউডের কৌতুহলের বিষয় ৷

আমির খানের ‘দঙ্গল’ ছবির প্রশংসায় পঞ্চমুখ রেখা ৷ পার্টিতে পৌঁছে সবার সামনে বার বার একই কথা বলেছেন তিনি ৷ তবে শুধুই কথাতে নয়, আমিরের জন্য বিশেষ চিঠিও লিখে নিয়ে গিয়েছিলেন রেখা ৷ আর সেই চিঠি পড়েই ভাবুক হয়ে কেঁদেই ফেলেছিলেন আমির খান ৷ তবে সেই চিঠিতে ঠিক কী লেখা ছিল, তা প্রকাশ্যে বলতে চাননি আমির খান ৷ শুধু জানিয়েছেন, রেখার চিঠর প্রত্যেকটি শব্দ বুকে গিয়ে বিঁধেছে !

প্রকাশ্যে কেঁদে ফেলার ঘটনা আমিরের প্রথম নয় ৷ এর আগে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’ দেখে কেঁদে ফেলেছিলেন আমির ৷ এমনকী, তাপসী পান্নু ও অমিতাভ অভিনীত পিঙ্ক ছবি দেখেও ইমোশনাল হয়েছিলেন আমির খান ৷ এবার দঙ্গল ছবির সাকসেস পার্টিতে রেখার চিঠি হাতে নিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি আমির খান ৷

First published: February 16, 2017, 1:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर