#মুম্বই:এবার করোনার প্রকোপের মাঝে পড়লেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান ৷ তাঁর এক কর্মচারীর শরীরে করোনা ভাইরাস পাওয়া যাওয়ায়, রীতিমতো বিপাকের মুখে পড়েছেন আমির খান ৷ বিএমসি-কে এ কথা জানানোর পরেই দ্রুত আমিরের বাড়িতে হাজির হন চিকিৎসকরা ৷ আক্রান্তকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ সঙ্গে আমির খানের গোটা পরিবারকে টেস্ট করানো হয়েছে ৷ তবে এখন শুধু আমির খানের মায়ের টেস্ট করা বাকি !
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই আমির একথা জানান ৷ ইনস্টাগ্রামে আমির জানালেন, ‘আমার এক কর্মচারীর শরীরের করোনা ভাইরাস ধরা পড়েছে ৷ তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ বিএমসি খুব দ্রুত এসে আমাদের সাহায্য করেছে ৷ আমাদের ঘর, পুরো সোসাইটি স্যানিটাইজ করা হয়েছে ৷ আমাদেরও টেস্ট হয়েছে ৷ তবে রেজাল্ট নেগেটিভ ৷ এখন শুধু আমার মায়ের টেস্ট বাকি ৷ প্রার্থনা করুন যেন আমার মায়ের টেস্টের রেজাল্টও নেগেটিভ বের হয় ৷ কোকিলাবেন হাসপাতালের সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানাই ৷ তাঁরা খুব সুরক্ষিতভাবে আমাদের টেস্ট করেছেন ৷’
বলিউডে আমিরই প্রথম নন ৷ এর আগে প্রযোজক-পরিচালক করণ জোহরের বাড়ির এক পরিচারিকার শরীরেও করোনা ভাইরাস ধরা পড়ায়, বিপাকে পড়েছিলেন করণ ৷ অন্যদিকে, মালাইকা অরোরার আবাসনও করোনার জন্য সিল করে দেওয়া হয়েছিল ৷