কলকাতা: সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের এক অভিনব কর্মশালা আয়োজিত হল গত সোমবার, অর্থাৎ ৬ মার্চ৷ লালনগীতির এই কর্মশালা পরিচালনা করলেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ফরিদা পরভিন৷ এই কর্মশালার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ{ বাংলার লোকগানের আঙিনা জুড়ে অনেকটাই বিস্তৃত যাতায়াত রয়েছে লালনের গানের৷ সেই গানের সুরে শিল্পীর সঙ্গে নিজেদের একাত্ম করে নিলেন কর্মশালায় অংশগ্রহণকারীরা৷
কী হল এই কর্মশালায়? মূলত লালনের গান হাতে কলমে শেখালেন শিল্পী৷ লালনের তৈরি গানের চলন, গান গাওয়ার পদ্ধতি থেকে শুরু করে খুঁটিনাটি হাতে কলমে অংশগ্রহণকারীদের বুঝিয়ে দিলেন শিল্পী৷ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়ারা ছাড়াও এতে অংশ নিলেন লোকগানের ছাত্রছাত্রী থেকে উদীয়মান শিল্পীরা৷
আরও পড়ুন: রিয়েল না, রিল লাইফেও জমে উঠেছে মজা, দোলে কোন মেগার কী চমক, দেখে নিন
আরও পড়ুন: রং বরসে...! হোলির দিনে প্লেলিস্টে থাকুক এই গানগুলি, দেখুন
শুধু ফরিদা পারভিনের উজ্জ্বল উপস্থিতিই নয়, সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রবীণ বাঁশি শিল্পী গাজি আব্দুল হাকিম৷ সোমবার এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়৷ ছিলেন গৌতম ঘোষ, তপন রায়, সুগত দাস, অনুভা সেন-সহ বিশ্ববিদ্যালয়ের অধিকারিকরাও৷ অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন ফরিদা পারভিন ও গাজি আব্দুল হাকিম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Music