• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • অনুমতি ছাড়াই চ্যাট অ্যাপে ছবি! আইনি ব্যবস্থা নিতে চলেছেন নুসরত জাহান

অনুমতি ছাড়াই চ্যাট অ্যাপে ছবি! আইনি ব্যবস্থা নিতে চলেছেন নুসরত জাহান

সোশ্যাল মিডিয়াতে শ্যুটের ছবির ছড়াছড়ি। মা দূর্গা অবতারে শ্যুটিং করে ইতিমধ্যেই ঝড় তুলেছেন সাংসদ তথা অভিনেতা নুসরত জাহান।কিন্তু এবারে নিজের একটি ছবি দেখে নিজেই অবাক হয়ে যান নুসরত

সোশ্যাল মিডিয়াতে শ্যুটের ছবির ছড়াছড়ি। মা দূর্গা অবতারে শ্যুটিং করে ইতিমধ্যেই ঝড় তুলেছেন সাংসদ তথা অভিনেতা নুসরত জাহান।কিন্তু এবারে নিজের একটি ছবি দেখে নিজেই অবাক হয়ে যান নুসরত

সোশ্যাল মিডিয়াতে শ্যুটের ছবির ছড়াছড়ি। মা দূর্গা অবতারে শ্যুটিং করে ইতিমধ্যেই ঝড় তুলেছেন সাংসদ তথা অভিনেতা নুসরত জাহান।কিন্তু এবারে নিজের একটি ছবি দেখে নিজেই অবাক হয়ে যান নুসরত

  • Share this:

#কলকাতা: পুজো প্রায় দোরগোড়ায়।করোনা জয় করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে শহর।প্রতি বছরই পুজোর আগে চলে দারুণ ব্যস্ততা। অভিনেতারা ব্যস্ত হয়ে পরেন পুজো শ্যুটের জন্য। এ বছরও হয়নি তার ব্যতিক্রম।

সোশ্যাল মিডিয়াতে শ্যুটের ছবির ছড়াছড়ি। মা দূর্গা অবতারে শ্যুটিং করে ইতিমধ্যেই ঝড় তুলেছেন সাংসদ তথা অভিনেতা নুসরত জাহান।কিন্তু এবারে নিজের একটি ছবি দেখে নিজেই অবাক হয়ে যান নুসরত।

নুসরাত আজকেই একটি ট্যুইট করেন এবং সেখানে একটি ছবিও দেন। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, একটি চ্যাট অ্যাপের জন্য ব্যবহার করা হয়েছে নুসরাতের ছবি। কিন্তু অভিনেতার দাবি এই ছবি ব্যবহার করার আগে তাঁর সঙ্গে কোনোও রকমের যোগাযোগ করা হয়নি বা তাঁর অনুমতি নেওয়া হয়নি। এইভাবে অনুমতি ছাড়া কী ভাবে তাঁর ছবি ব্যবহার করা যেতে পারে? সেই নিয়েও প্রশ্ন তোলেন নুসরত।

নুসরাত ট্যুইটে এও লেখেন, তিনি চান কলকাতা পুলিশের সাইবার সেল এই বিষয়টির তদন্ত করুক। এ ছাড়াও এই অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন নুসরত।

Published by:Akash Misra
First published: