corona virus btn
corona virus btn
Loading

অবাক সবাই ! বছরে ২ বার জন্মদিন পালন করেন অমিতাভ বচ্চন, কী সেই কারণ ?

অবাক সবাই ! বছরে ২ বার জন্মদিন পালন করেন অমিতাভ বচ্চন, কী সেই কারণ ?
অমিতাভ বচ্চন ৷ ছবি সংগৃহীত ৷

তিনিই বলিউডের শাহেনশাহ

  • Share this:
#মুম্বই: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, আজ তাঁর ৭৭ বছর ৷ প্রতিবারের মতই এইবারেও বাংলোর বাইরে অগণিত ভক্তদের ভিড় ৷ একবার যদি তাঁদের স্বপ্নের মহানায়ককে দেখা যায় ৷ তবে জীবন ধন্য করতেই তাঁরা অধীর আগ্রহে থাকেন ৷ তবে জন্মদিন সাধারণত প্রত্যেকেরই বছরে একবারই জন্মদিন পালিত হয়ে থাকে তবে অমিতাভ বচ্চনের বছরে ২ বার জন্মদিন পালিত হয়ে থাকে ৷ অমিতাভ বচ্চন ৷ ছবি সংগৃহীত ৷ অমিতাভ বচ্চন ৷ ছবি সংগৃহীত ৷ সবাই জানি ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্ম হয়েছে ৷ অন্যদিকে তাঁর জন্মদিন পালিত হয়ে থাকে ২ অগাস্ট ৷ ১৯৮২ সালে কুলির শ্যুটিং-এর সময়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ৷ একটি দৃশ্যে অন্যকে দিয়ে করানোর কথা ছিল ৷ একটি অ্যাকশন সিনের দৃশ্যে তবে অমিতাভ বচ্চন নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷
অমিতাভ বচ্চন ৷ ছবি সংগৃহীত ৷ অমিতাভ বচ্চন ৷ ছবি সংগৃহীত ৷ এই দৃশ্যে টেবিলে পড়ে গিয়ে নীচে লুটিয়ে পড়ার দৃশ্য ছিল ৷ সেই সময়ে টেবিলের কোণাটি তাঁর পেটে লেগেছিল ৷ হঠাৎ শরীর থেকে রক্তপাত হয়েছিল ৷ সেই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ দ্রুতততার সঙ্গে চিকিৎসায় সেরে ওঠেন পরে অমিতাভ ৷ এই দুর্ঘটনার পরে ২ অগাস্ট তাঁর দ্বিতীয় জন্মদিন হিসাবে মনে করা হয় ৷ তবে আর যাই হোক বিগ বি জন্মদিনে আমাদের শুভেচ্ছা ৷ ভাল থাকুন, সুখে থাকুন অমিতাভ বচ্চন ৷
First published: October 11, 2019, 8:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर