#মুম্বই: গোটা ঘটনাটাই আসলে এক সিনেমার দৃশ্যকে কেন্দ্র করে ৷ সিনেমার নাম ‘কম্যান্ডো থ্রি’ ৷ ছবির নায়ক বিদ্যুৎ জামেওয়াল ৷ শুক্রবার গোটা দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তবে ছবি মুক্তির আগেই ছবির একটি দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ যা কিনা রীতিমতো একটি আপত্তিকর দৃশ্য ৷ যা নিয়ে বলিউডে তৈরি হয়েছে বিতর্কও ৷ অনেকেই মনে করছেন, এরকম দৃশ্য দেখেও কী করে চুপ রয়েছে সেন্সর বোর্ড ?
দৃশ্যটিতে এমন কী রয়েছে, যা বিতর্ক তুলেছে?
‘কম্যান্ডো’ ছবির এই দৃশ্যে দেখা গিয়েছে, একজন যুবক স্কুলের এক ছাত্রীর স্কার্টে হাত দেয় ৷ আর সামনে চলে আসে ছাত্রীর থাই ! এই সময় হঠাৎই আগমণ ছবির নায়ক বিদ্যুৎ জামেওয়ালের ৷ তারপর উত্তম-মধ্যম মারপিট ৷
বিতর্ক উঠেছে, এই দৃশ্য দেখে সিনেমা হলের ভিতর হইচই শুরু হলেও, আসলে কী এই দৃশ্য রুচিসম্মত? সেন্সর বোর্ড কী একেবারেই অবহেলা করেছে এই দৃশ্যকে? এই ধরণের দৃশ্যয়ণ কি সমাজের জন্য ক্ষতিকারক নয়? জানা গিয়েছে, এই দৃশ্য নিয়ে প্রতিবাদও উঠতে পারে সিনেমা হলে ৷ ফিল্ম বিশেষজ্ঞরা এই নিয়ে নানারকম সমালোচনাও শুরু করেছেন ৷
দেখুন সেই ভিডিও--