#চেন্নাই: প্রয়াত ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতের নক্ষত্র শিল্পী পণ্ডিত যশরাজ ৷ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৯০ ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷
শিল্পীর প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান ৷ তাঁর কথায়, পণ্ডিত যশরাজের মৃত্যুর মধ্যে দিয়ে ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল তারার পতন ঘটেছে ৷ একটা যুগের শেষ ৷
#RIPPanditJasraj indian classical music has lost one of its shining stars🌹
— A.R.Rahman (@arrahman) August 17, 2020
শিল্পীর প্রয়াণে শুধুই রহমান নন, বলিউডের তারকারাও সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে শিল্পীকে জানিয়েছেন শেষ শ্রদ্ধা ৷
১৯৩০ সালের জানুয়ারি মাসে হরিয়ানার পিলি মান্দোরিতে জন্ম হয় যশরাজের ৷ ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি টান অনুভব করতেন তিনি ৷ শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালবাসা ছিল প্রথম থেকেই ৷ সেই ভালবাসা থেকেই বাবা পণ্ডিত মতিরামের কাছে প্রথম তালিম নেন ৷ বাবার মৃত্যুর পর দাদা পণ্ডিত প্রতাপ নারায়ণের কাছে তালিম নেন ৷
১৯৪৬ সালে কলকাতায় এসে পণ্ডিত যশরাজ রেডিওতে শাস্ত্রীয় সংগীত গাওয়ার তালিম দিতেন। জনপ্রিয় ফিল্ম পরিচালক ভি সান্তারামের কন্যা মধুরা সান্তারামকে বিয়ে করেন তিনি ৷
৮০ বছরেরও বেশি সঙ্গীত জীবনে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে পণ্ডিত যশরাজকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pandit Jasraj