#মুম্বই: ভারতীয় চলচ্চিত্রে শিল্পা শেট্টি এক অন্যতম প্রতিভা ৷ তিনি একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই লক্ষ্য করা যায় এক বিপুল পরিমাণে ভক্ত রয়েছেন তাঁর ৷ ফ্যান ও ফলোয়ারের সংখ্যা রীতিমত ঈর্ষা করা যায় ৷ তাঁর ঝুলিতে একাধিক ছবি রয়েছে যেমন আও প্যায়ার করে, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, ধড়কন, বাজিগর-সহ একাধিক ছবিতে দেখতে পাওয়া গিয়েছে শিল্পা শেট্টিকে ৷
তিনিই যে শুধুই একজন দক্ষ অভিনেত্রী তাই নয়, অত্যন্ত ভাল নৃত্যশিল্পীও বটে ৷ স্বামীর সঙ্গে ক্রিকেটেও সমান তালে শখ আছে শিল্পা শেট্টির ৷ আইপিএলে রাজস্থান রয়েলস দলটি কুন্দ্রা দম্পতির ৷ শিল্পা শেট্টি অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায় ৷ তাঁর প্রতিটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় ৷
এইবারেও তার ব্যতিক্রম একটি টিয়াপাখি কাঁধে বসে শিল্পা শেট্টিকে চুমু খেয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ দেখে নিন সেই ভিডিওই আরও একবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shilpa Shetty, Viral Video