#কলকাতা: এবারে ১৫ অগাস্ট উপলক্ষে দ্বিজেন্দ্রলাল রায়ের বিশেষ গান "ধন ধান্য পুষ্প ভরা'-এর একটি নতুন সংস্করণ বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোনালিসা দে (মোনালিসা দে প্রোডাকশন) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং শৌভিক মুখার্জির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। লকডাউনে এই প্রকল্পটির মূল ভাবনায় মোনালিসা দে যিনি গায়িকা ও সুরকার, এছাড়া বিশিষ্ট সেতার বাদক শৌভিক মুখোপাধ্যায় এই কাজের নেপথ্যে রয়েছেন। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৌমিত্র রায় (ভূমি), উপল সেনগুপ্ত (চন্দ্রবিন্দু),ঋদ্ধি বন্দোপাধ্যায় (পঞ্চকবির গান খ্যাত), দেব চৌধুরী (সহজিয়া), মোনালিসা দে (গায়িকা ও সুরকার) তন্ময় বিশ্বাস (লোক সংগীত শিল্পী, সা রে গা মা পা খ্যাত) এবং নিবেদিতা দাস মুখোপাধ্যায় (গায়িকা) সহ বিশিষ্ট বাচিকশিল্পী শোভনসুন্দর বসু। শৌভিক মুখোপাধ্যায় (সেতার), স্বরজিত রাতুল গুহ (বাঁশি) এর মতো যন্ত্রীরাও এই গানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যদিও এর সঙ্গীত আয়োজন করেছেন খ্যাতিমান বাদ্যযন্ত্রী -সঙ্গীত আয়োজক ইন্দ্রজিৎ দে।
অন্যদিকে ঋদ্ধি বন্দোপাধ্যায়ের উদ্যোগে দেশাত্মবোধক গান গাইলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। অতুলপ্রসাদের "ওঠো গো ভারতলক্ষ্মী" গানে গলা মেলালেন অগ্নিমিত্রা, ঋদ্ধি সহ ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক আকাডেমির ছাত্র-ছাত্রীরা। গানটিতে ভেনিসের গন্ডোলা চালকদের গাওয়া প্রচলিত সুরের রেশ পাওয়া যায়। এই উদ্যোগটির নামকরণ করা হয়েছে "স্বাধীনতার গান"।
SREEPARNA DASGUPTA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dwijendralal Roy, Independence day, Music